তিন দফা দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের আগারগাঁও অবরোধ, যান চলাচল বন্ধ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৫, ১২:২৬| আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১২:৫১
অ- অ+

কৃষিবিদদের তিন দফা বাস্তবায়নের দাবিতে রাজধানীর আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল পৌনে ১২টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে শুরু হওয়া এ কর্মসূচিতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—

১. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বিএডিসি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেডের পদ (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) শুধুমাত্র কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা।

২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ বাতিল (বিএডিসির কোটা বাতিল)।

৩. কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক না হলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার না করার বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি।

এর আগে বুধবার রাতে আলোচনা শেষে এ কর্মসূচির সিদ্ধান্ত নেয় কৃষিবিদ ঐক্য পরিষদ। সংগঠনের ফেসবুক গ্রুপ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শেকৃবির শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছিলেন। একইসঙ্গে বৃহস্পতিবার দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে প্রকৌশল শিক্ষার্থীরা। তবে জনদুর্ভোগ এড়াতে শাহবাগ অবরোধ না করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লী সঞ্চয় ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
ডাকসু: ছাত্রদলের নির্বাচনী ইশতেহার ঘোষণা
যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই বাংলাদেশে পুশইন: দাবি বিএসএফ মহাপরিচালকের
পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে লতিফ সিদ্দিকীকে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা