রাষ্ট্রের পদমর্যাদাক্রম নিয়ে আপিল বিভাগে শুনানি ৪ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৫, ১২:২৭
অ- অ+

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে ফের শুনানি হবে আপিল বিভাগে। আগামী ৪ নভেম্বর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার আদালত এ তারিখ ধার্য করেছেন।

এর আগে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার টানা শুনানির কারণে রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম মামলার রিভিউ রায় পিছিয়ে দেওয়া হয়েছিল।

গত ২৭ এপ্রিল আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শুরু হয়। এর আগে ৯ জানুয়ারি দ্রুত শুনানির আবেদন করেন জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১১ জানুয়ারি আপিল বিভাগ ওয়ারেন্ট অব প্রিসিডেন্স সংশোধন করে সাংবিধানিক পদধারীদের উপরে রাখার পাশাপাশি জেলা জজদের পদক্রম আট ধাপ উন্নীত করে সচিবদের সমান করেন। এছাড়া প্রধান বিচারপতির পদক্রম জাতীয় সংসদের স্পিকারের সমান করা হয়।

এর পর ২০১৭ সালে মন্ত্রিপরিষদ সচিব ও পিএসসির তৎকালীন চেয়ারম্যান পৃথক রিভিউ আবেদন করেন। পরবর্তীতে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা আবেদনে পক্ষভুক্ত হন।

(ঢাকাটাইমস/২৮আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডাকসু: ছাত্রদলের নির্বাচনী ইশতেহার ঘোষণা
যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই বাংলাদেশে পুশইন: দাবি বিএসএফ মহাপরিচালকের
পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে লতিফ সিদ্দিকীকে
চাঁদাবাজি ও হত্যা মামলার আসামি প্রতারক সিকদার লিটন ফরিদপুরে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা