আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২৫, ০০:১১| আপডেট : ২১ জুন ২০২৫, ০০:১৩
অ- অ+

খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২০ জুন) রাত ৯টার দিকে ঢাকার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চঞ্চল মাহমুদের ছাত্র আলোকচিত্রী সাহাদাত পারভেজ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন গুণী এই আলোকচিত্রী। চার দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়। আজ দুইবার তার হার্ট অ্যাটাক হয়েছে। এর আগে পাঁচবার তিনি হার্ট অ্যাটাক করেছেন।

তিনি আরও বলেন, শনিবার বনানী কবরস্থানে বাদ জোহর জানাজা শেষে চঞ্চল মাহমুদকে দাফন করা হতে পারে।

সাড়ে চার দশকেরও বেশি সময় ধরে ক্যামেরা হাতে বাংলাদেশের আলোকচিত্র জগতে সক্রিয় ছিলেন চঞ্চল মাহমুদ। দেশের ফ্যাশন আলোকচিত্রকে জনপ্রিয় ধারায় রূপ দেওয়ার পেছনে তার ভূমিকা ছিল অগ্রগণ্য।

‘চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি’ নামে একটি নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে তিনি নতুন প্রজন্মের আলোকচিত্রীদের প্রশিক্ষণ দিতেন। তার তোলা অনেক ছবি দেশ-বিদেশের নানা প্রদর্শনীতে স্থান পেয়েছে।

(ঢাকা টাইমস/২১জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাউজানের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই: গিয়াস কাদের
ফেনীর বন‍্যা সমস্যার সমাধানে প্রশাসনের পদক্ষেপের দাবি মঞ্জুর
জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত
সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়: নাহিদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা