ইরানকে সংঘাত বন্ধে প্রস্তাব দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০২৫, ২৩:৩৩
অ- অ+

ইরান এই যুদ্ধে জিতছে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের উচিত অনেক দেরি হওয়ার আগেই উত্তেজনা কমানোর কথা বলা এবং একটি চুক্তিতে সম্মত হওয়া।

সোমবার (১৬ জুন) টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বর্তমান পরিস্থিতি উভয় পক্ষের জন্যই বেদনাদায়ক, তাদের একটি চুক্তি করতে হবে এবং আমি বলবো ইরান এই যুদ্ধে জিতছে না। খুব দেরি হওয়ার আগেই তাদের অবিলম্বে কথা বলা উচিত।’

ইসরায়েলের গণমাধ্যম বলছে, ইরান ইসরায়েলের সঙ্গে শত্রুতা বন্ধ করতে চাইছে এমন খবরের পর সোমবার তেলের দাম প্রতি ব্যারেল ২ ডলারেরও বেশি কমে গেছে। যার ফলে বৃদ্ধি পেয়েছে যুদ্ধবিরতির সম্ভাবনা এবং অঞ্চলটি থেকে কমেছে অপরিশোধিত তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা।

(ঢাকা টাইমস/১৬জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি
পঞ্চগড়ে রাস্তার কাজে অনিয়ম, অস্বীকার করায় এলজিইডি কর্মচারীকে গণপিটুনি
সাতক্ষীরায় জমি দখলকে কেন্দ্র করে পাঁচজন গুলিবিদ্ধ, আটক ৪
শার্শায় সরকারি চালের বস্তা ছিনতাই, বিএনপির ২ কর্মী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা