মাত্র ৩০ মিনিটে হারানো ফোন উদ্ধার, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন ইতালিয়ান নাগরিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ২৯ জুন ২০২৫, ২১:২১| আপডেট : ২৯ জুন ২০২৫, ২১:৪৯
অ- অ+

রাজধানী থেকে হারিয়ে যাওয়া ইতালিয়ান নাগরিক মারিয়া ব্লেসেডেরা ক্যাবিৎজারের হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। হারানোর আধাঘন্টার মধ্যে ফোনটি উদ্ধার করে কলাবাগান থানা। ভুক্তভোগী ওই বিদেশী ইউনুস সেন্টারে কর্মরত।

রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।

তিনি জানান, ইউনুস সেন্টারে অফিসিয়াল কাজে এসেছিলেন ইতালিয়ান নাগরিক মারিয়া ক্যাবিৎজা ও তার সহকর্মী জিউসেপ্পে টরলুচিও। কাজ শেষে ফিরে যাওয়ার সময় মারিয়া বুঝতে পারেন তার মূল্যবান স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ফোনটি হারিয়ে গেছে। তৎক্ষণাৎ কলাবাগান থানায় যোগাযোগ করলে এসআই খোরশেদ আলম ও এসআই নন্দন কুমার দাস মাঠে নামেন। তদন্তে বেরিয়ে আসে, মারিয়া রাইডশেয়ারিং অ্যাপ উবারের মাধ্যমে যাতায়াত করেছিলেন এবং ফোনটি গাড়িতেই ফেলে গেছেন।

মাত্র ৩০ মিনিটের মধ্যে ফোনটি উদ্ধারে সক্ষম হন কলাবাগান থানা পুলিশ। হারানো ফোন হাতে পেয়ে আবেগাপ্লুত মারিয়া ক্যাবিৎজা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও মানবিকতার ভূয়সী প্রশংসা করেন।

মারিয়া বলেন, 'আমি সত্যিই অবাক ও আনন্দিত। এত দ্রুত এবং আন্তরিকভাবে সহযোগিতা পাওয়ায় আমি বাংলাদেশের পুলিশের প্রতি কৃতজ্ঞ।'

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা কানাডার
৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় ১০৪ ফিলিস্তিনি নিহত
মারধর, নির্যাতন ও দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তা বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা