মানিক সাহা হত্যায় একযুগ পর নয়জনের যাবজ্জীবন

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১৪:৪৯ | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০১৬, ১৩:৪৫

দীর্ঘ একযুগ পর খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চাঞ্চল্যকর সাংবাদিক মানিক চন্দ্র সাহা হত্যা মামলায় নয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এই মামলায় বিস্ফোরক অংশের ১১ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন সুমন ওরফে নুরুজ্জামান, বুলবুল ওরফে বুলু, আকরাম ওরফে বোমারু আকরাম, আলী আকবর শিকাদার, সাত্তার ওরফে ডিসকো সাত্তার, বেলাল, মিঠুন, সরো ওরফে সরোয়ার হোসেন, সাকা ওরফে সাখাওয়াত হোসেন।

আসামিদের মধ্যে পলাতক রয়েছেন-সাত্তার ওরফে ডিসকো সাত্তার, বেলাল, কচি ওরফে ওমর ফারুক, মিঠুন, সাকা ওরফে সাখাওয়াত এবং সরো ওরফে সরোয়ার হোসেন।

খালাসপ্রাপ্তরা হলেন মো. হাই ইসলাম কচি ও ওমর ফারুক কচি।

খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারক এম এ রব হাওলাদার বুধবার দুপুরে এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, সাংবাদিক মানিক চন্দ্র সাহা ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের অদূরে ছোট মির্জাপুরে প্রবেশের মুখের রাস্তায় দুষ্কৃতিকারীদের বোমা হামলায় ঘটনাস্থলে নিহত হন। সাংবাদিক মানিক সাহা হত্যার পর খুলনা সদর থানার এসআই রনজিৎ কুমার দাস বাদী হয়ে ১৭ জানুয়ারি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন হত্যা মামলার চার্জশিট দাখিল করেন।

একই বছরের ১৯ মার্চ অপর তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই আসাদুজ্জামান ফরাজী বিস্ফোরক অংশের চার্জশিট আদালতে দাখিল করেন। মামলায় ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটভুক্ত আসামিরা হলো মিঠুন, সুমন ওরফে নুরুজ্জামান, মো. আকবর আলী শিকদার, বুলবুল ওরফে বুলু, আকরাম ওরফে বোমারু আকরাম, সাত্তার ওরফে ডিসকো সাত্তার, সাকা ওরফে সাখাওয়াত, বেল্লাল, সরো ওরফে সরোয়ার ও শওকত হোসেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি এনামুল হক বলেন, সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার সঠিক বিচার হয়েছে।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এসএএইচ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

তিন মাসের ব্যবধানে আরেক মামলায় খালাস পেলেন গোল্ডেন মনির

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই

লভ্যাংশের টাকা আত্মসাৎ মামলা: ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও শক্তিশালী হবে: প্রধান বিচারপতি

জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা, এক সপ্তাহ নিষিদ্ধ আইনজীবী 

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় মুশতাক-ফাওজিয়ার স্থায়ী জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :