শিশু জিহাদের মৃত্যুর মামলায় যুক্তিতর্ক ১০ জানুয়ারি

রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে মাঠসংলগ্ন পরিত্যক্ত পানির পাম্পের পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে ১০ জানুয়ারি। বৃহস্পতিবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আকতারুজ্জামান এই তারিখ ঠিক করেন।
এর আগে দুই দিন রেলওয়ের ঢাকার বিভাগীয় প্রকৗসলী হামিদুর রহমান ও রেলপথ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মাসুদ করিম এবং রেলওয়ের পরিচালক (প্রকৌশল) আব্দুল হক সাফাই সাক্ষ্য দেন।
এরও আগে মামলাটিতে নিহতের বাবা বাদী নাসির উদ্দিন ফকিরসহ ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেছে আদালত।
বৃহস্পতিবার শুনানিকালে আসাসি রেলওয়ের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসর্স এসআর হাউজের মালিক শফিকুল ইসলাম ওরফে আব্দুস সালাম, কমলাপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জাফর আহমেদ শাকি, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) দীপক কুমার ভৌমিক এবং সহকারী প্রকৌশলী-২ মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন২০১৪ সালের ২৬ ডিসেম্বর বিকালে শিশু জিহাদ পাইপে পড়ে যায়। রাতভর ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান ব্যর্থ হয়। পরদিন দুপুরে ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহমেদ খান শিশুটি পাইপে নেই বলে ঘোষণা দিয়ে উদ্ধার অভিযান স্থগিত করেন। পরে শিশুটিকে উদ্ধার করেন মজিদ, লিটু ও আনোয়ার নামে তিন জন। তাদের তৈরি একটি ক্যাচারের মাধ্যমে জিহাদকে টেনে তোলা হয়।
ওই ঘটনায় জিহাদের বাবা নাসির উদ্দিন ফকির ২০১৪ সালের ২৭ ডিসেম্বর একটি মামলা করেন। চার মাসের মধ্যে ২০১৫ সালের ৭ এপ্রিল শাহজাহানপুর থানার এসআই আবু জাফর জাহাঙ্গীর আলম এবং শফিকুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। ওই প্রতিবেদনের বিরুদ্ধে বাদী নারাজি দিলে ২০১৫ সালের ৪ জুন সিএমএম আদালত গোয়েন্দা পুলিশকে অধিকতর তদন্তের নির্দেশ দেয়।
মামলাটি অধিকতর তদন্তের পর আসামিদের অভিযুক্ত করে ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান গত ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র দেন।
ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/ডব্লিউবি

মন্তব্য করুন