পল্লী উন্নয়নে সবাই এগিয়ে আসুন: এলজিআরডি মন্ত্রী

পল্লী উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, আফ্রো-এশিয়ান পল্লী উন্নয়ন (অঅজউঙ) সংস্থার সদস্য দেশ হওয়ায় দারিদ্র্য দূরীকরণে ও পল্লী উন্নয়নে বাংলদেশ সহযোগিতা পেতে পারে। এজন্য পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
বৃহস্পতিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত তিনদিন ব্যাপী আফ্রো-এশিয়ান পল্লী উন্নয়ন সম্মেলনের উদ্বোধনী দিনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিশ্বে দারিদ্রতা দূর করার লক্ষ্যে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। পল্লী এলাকা উন্নয়নের লক্ষ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও ‘পল্লী মঙ্গল সমিতি’ নামে একটি সমিতি করেছিলেন। আমরা সবাই যদি এক হয়ে কাজ করি তাহলে আমাদের দেশে কোনো দরিদ্রতা থাকবে না।’
এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাঁ বলেন, ‘আফ্রো-এশিয়া অঞ্চলের ৩১টি দেশের একটি সংগঠন। এটি পল্লী উন্নয়নে কাজ করছে। এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ নিশ্চিত করা সম্ভব হবে। সরকার পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি উদ্ভাবন এবং ব্যবহারের দিক দিয়ে সর্বোচ্চ গুরত্ব দিচ্ছে।’ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব প্রশান্ত কুমার রায় বলেন, ‘আমাদের দেশের কৃষকদের আর্থিক সামর্থ্য কম। তারা চাইলেও অনেক কিছু করতে পারে না। তবে আমরা ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আওতায় বাংলাদেশের প্রতিটি গ্রামে সমবায় সমিতির মাধ্যমে পিছিয়ে পড়া মানুষদের ক্ষুদ্র সঞ্চয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আফ্রো-এশিয়ান পল্লী উন্নয়ন সংস্থার সভাপতি ওমাদুথ যাদু, সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার ওয়াসফি হাসান এল-স্রেইহিন।
৩১ দেশের এ সংস্থার ৬৭তম সম্মেলন ২০১৬ সালে সুদানে অনুষ্ঠিত হয়েছিল।
(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এসও/জেডএ)

মন্তব্য করুন