নাসির-আল আমিনকে ‘চোখে পড়েনি’ নির্বাচকদের

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০০| আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২৪
অ- অ+
ছবি: অপেক্ষা বাড়ল নাসির-আল আমিনের।

ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন লিটন কুমার দাস। রাখা হয়নি মোস্তাফিজুর রহমান এবং নুরুল হাসান সোহানকে।

এছাড়া প্রাথমিক দলে থাকলেও জায়গা পাননি নাসির হোসেন এবং আল আমিন হোসেন। তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরলেন বাংলাদেশ দলের তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার-মুশফিকুর রহিম, মুমিনুল হক এবং ইমরুল কায়েস।

জাতীয় লিগে তিন ম্যাচের চার ইনিংসে ব্যাট হাতে ভালোই করেছেন নাসির। যদিও বোলিংয়ে করার খুব একটা সুযোগ পাননি তিনি। ১০৯.৩৩ গড়ে ৩২৮ রান করেছেন নাসির। হাঁকিয়েছেন ক্যারিয়ারের প্রথম দ্বিশতক।

এদিকে বল হাতে দারুণ ফর্মে আল আমিন হোসেন। জাতীয় লিগে তিন ম্যাচের ছয় ইনিংসে বোলিং করে ঝুলিতে পুরেছেন ১৮টি উইকেট।

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বৃহস্পতিবার ভারতের উদ্দেশ্য দেশ ছাড়ছে বাংলাদেশ দল। আগামী ৯ ফেব্রুয়ারি হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

বিরাট কোহলিদের মুখোমুখি হওয়া আগে স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিকরা। ৫ থেকে ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ভারতের বিপক্ষে এখন পর্যন্ত মোট আটটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে টাইগাররা দুইটিতে ড্র করেছে ও ছয়টিতে হেরেছে। এই আটটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের মাটিতে।

হায়দরাবাদ টেস্টে বাংলাদেশ দল:

তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ, শুভাশিস রায় চৌধুরী, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম।

(ঢাকাটাইমস/০১ ফেব্রুয়ারি/জেইউএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা