হত্যা মামলায় শাহাবুদ্দীন নাগরী ফের রিমান্ডে

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ১৭:১৪ | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০১৭, ১৭:০৮

ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যা মামলায় কবি গীতিকার ও গায়ক মো. শাহাবুদ্দীন নাগরী ও নিহতের স্ত্রী নুরানী আক্তার সুমির আবার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রবিবার ঢাকা মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) মতলুবুর রহমান আসামিদের আবার দশ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামি শাহাবুদ্দীন নাগরীর পক্ষে তার আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। তিনি বলেন, তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ বলছে, তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। যদি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় তাহলে আবার রিমান্ডে নেয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, আমরা শুনতে পাচ্ছি, শ্বাসকষ্ট বা হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন। এখানে রিমান্ডের কোনো যৌক্তিকতা নেই। এজন্য তাদের রিমান্ড নামঞ্জুরের প্রার্থনা করছি।

রাষ্ট্রপক্ষে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিরাশ উদ্দিন বলেন, এটা একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। পরিকল্পিতভাবে নুরুল ইসলামকে হত্যা করা হয়েছে। তার যথেষ্ট সাক্ষ্য প্রমাণ আমাদের কাছে আছে। তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। কিছু তথ্য গোপন রাখা হয়েছে। তথ্যের ভিত্তিতে আমরা সামনে এগিয়ে যাবো। শুনানি শেষে বিচারক পুনরায় চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে নিহত নুরুল ইসলামের গাড়িচালক সেলিমকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আবেদন করা হয়। একই আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১৭ এপ্রিল এ তিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।

এরআগে গত ১৭ এপ্রিল ভোরে শাহাবুদ্দীন নাগরীকে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

মামলার এজাহার থেকে জানা গেছে, গত ১৩ এপ্রিল ব্যবসায়ী নূরুল ইসলামকে এলিফ্যান্ট রোডে নিজ বাসার বেড রুমের ফ্লোরে মৃত অবস্থায় পাওয়া যায়। পরের দিন নিহতের বোন শাহানা রহমান কাজল ভিকটিমের স্ত্রী, স্ত্রীর বন্ধু মো. শাহাবুদ্দিন নাগরীসহ অজ্ঞাতনামা কয়েকজনের নামে নিউ মার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশের ধারণা, নিহত নুরুল ইসলামের স্ত্রী সুমির সঙ্গে শাহবুদ্দিন নগরীর পরকীয়া সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

তিন মাসের ব্যবধানে আরেক মামলায় খালাস পেলেন গোল্ডেন মনির

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই

লভ্যাংশের টাকা আত্মসাৎ মামলা: ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও শক্তিশালী হবে: প্রধান বিচারপতি

জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা, এক সপ্তাহ নিষিদ্ধ আইনজীবী 

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় মুশতাক-ফাওজিয়ার স্থায়ী জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :