রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সু চির মন্ত্রী

রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির দপ্তরবিষয়ক মন্ত্রী কিউ টিন সোয়ের সঙ্গে বৈঠক করছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সোমবার বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের, পররাষ্ট্র সচিব শহীদুল হক, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গতকাল রবিবার দিনগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন টিন সোয়ে।
মিয়ানমারের রাখাইনে পুলিশি চেকপোস্টে হামলার পর ২৫ আগস্ট থেকে রাখাইন রাজ্যে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। নির্যাতন থেকে বাঁচতে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসে। এ পর্যন্ত এই সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে।
রোহিঙ্গাদের ওপর এমন নির্যাতন চালানোর ঘটনায় আন্তর্জাতিক চাপের মধ্যে মিয়ানমারের স্টেট কাউন্সিলর সু চি তার দপ্তরবিষয়ক মন্ত্রীকে বাংলাদেশে পাঠিয়েছেন বলে জানা যায়। আলোচনায় রোহিঙ্গাদের ফেরানোর ওপর বাংলাদেশ জোর দেবে বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নিউইয়র্কে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে যে আলোচনা হয়েছে, তারই ধারাবাহিকতায় রোহিঙ্গাদের ফেরানোর ওপর জোর দেবে বাংলাদেশ। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থং তুন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে আলোচনা করেন। ওই আলোচনায়ও বাংলাদেশ রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়টি জোর দিয়ে বলেছে। রোহিঙ্গাদের ফেরানোর প্রক্রিয়া নিয়ে মিয়ানমারকে একটি রূপরেখাও দিয়েছে বাংলাদেশ। ঢাকায় এলে মিয়ানমার যেন এ বিষয়ে প্রস্তুতি নিয়ে আসে, সেটাও নিউইয়র্কের আলোচনায় উল্লেখ করা হয়েছিল। আজকের বৈঠকে এটাই মূল প্রসঙ্গ থাকবে বলে জানা গেছে।
ঢাকাটাইমস/২অক্টোবর/টিএ/এমআর

মন্তব্য করুন