৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে ১৫ সেপ্টেম্বর গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৫, ১৪:২৪| আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৪:৪৯
অ- অ+

৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে আগামী ১৫ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) গেজেট প্রকাশ করবে। আর ৩০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে জিআইএস বা ভৌগোলিক ম্যাপ।

বৃহস্পতিবার ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। যা আজ বৃহস্পতিবার দুপুরে ঘোষণা করা হতে পারে। সেখানে এসব বিষয় তুলে ধরা হবে বলে জানা গেছে।

জানা যায়, সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা আরপিও ৩১ আগস্ট আইন মন্ত্রণালয়ে পাঠাবে ইসি। সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হবে ১৫ সেপ্টেম্বর এবং জিআইএস ম্যাপ প্রকাশ করা হবে ৩০ সেপ্টেম্বর।

ইসি সূত্র জানায়, নতুন রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধন ১৪ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে ৩০ সেপ্টেম্বর।

(ঢাকাটাইমস/২৮আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রক্রিয়ায় আছি: র‌্যাব ডিজি
চীন সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুর রহমান
ত্রয়োদশ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করল ইসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা