৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে ১৫ সেপ্টেম্বর গেজেট প্রকাশ

৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে আগামী ১৫ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) গেজেট প্রকাশ করবে। আর ৩০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে জিআইএস বা ভৌগোলিক ম্যাপ।
বৃহস্পতিবার ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। যা আজ বৃহস্পতিবার দুপুরে ঘোষণা করা হতে পারে। সেখানে এসব বিষয় তুলে ধরা হবে বলে জানা গেছে।
জানা যায়, সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা আরপিও ৩১ আগস্ট আইন মন্ত্রণালয়ে পাঠাবে ইসি। সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হবে ১৫ সেপ্টেম্বর এবং জিআইএস ম্যাপ প্রকাশ করা হবে ৩০ সেপ্টেম্বর।
ইসি সূত্র জানায়, নতুন রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধন ১৪ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে ৩০ সেপ্টেম্বর।
(ঢাকাটাইমস/২৮আগস্ট/এলএম)

মন্তব্য করুন