প্রধানমন্ত্রীর জন্যই রোহিঙ্গাদের ফেরাতে তৎপর জাতিসংঘ: নাসিম

প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্ব ও বলিষ্ঠ ভূমিকার কারণে জাতিসংঘ রোহিঙ্গাদের সম্মানজনকভাবে মিয়ানমারে ফেরাতে তৎপর হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘মিয়ানমার চাপে পড়েছে, সে কারণেই তাদের মন্ত্রী ঢাকায় এসে রোহিঙ্গাদের ফেরানোর কথা বলতে বাধ্য হয়েছেন।’
মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া লাখো রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে তাদের সুরক্ষার বিষয়টি জাতিসংঘে তোলায় প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে সংবর্ধনা দেয় আওয়ামী লীগ ও ক্ষমতাসীনদের জোট ১৪ দল। প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের দুইপাশে লাখো নেতা-কর্মী ফুল আর ব্যানার-ফেস্টুন হাতে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানায়।
শনিবার সকালে গণসংবর্ধনায় অংশ নিতে রাজধানীর সামরিক জাদুঘরের সামনে অবস্থান নেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মায়ের মমতায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে, খাদ্য ও স্বাস্থ্যসেবা দিয়ে প্রশংসিত হয়েছেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে তিনি পাঁচ দফা দেওয়ায় আজ বিশ্ব নেতৃত্বও এগিয়ে এসেছে। শান্তি ও উন্নয়নের জন্য তিনি আজ ‘মাদার অব হিউম্যানিটি’ হয়েছেন।'
রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নেতৃত্বকে সফল দাবি করে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার জনগণের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, ‘নেত্রী আজ ফিরে আসছেন। তিনি শান্তি ও উন্নয়নের জন্য বিশ্ব নেতৃত্বের কাছে প্রশংসিত হয়েছেন। আমরা আশা করি এর প্রতিদানে জনগণ আগামীতে ভোট দিয়ে তাকে আবার ক্ষমতায় আনবেন।’
ঢাকাটাইমস/৭অক্টোবর/টিএ/এমআর

মন্তব্য করুন