১৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘কাকতাড়ুয়া’

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের কিশোর উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা কাকতাড়ুয়া ১৬ ডিসেম্বর বিজয় দিবসে মুক্তি পাচ্ছে। এটি সরকারি অনুদানের সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন ফারুক হোসেন।
সেলিনা হোসেনের গল্প অবলম্বনে এর আগে আরও দুইটি সিনেমা তৈরি হয়েছিল। দুটোই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। এবার নির্মিত হলো তৃতীয় সিনেমা।
সিনেমাটির পেক্ষাপট ১৯৭১ সাল। মহান মুক্তিযুদ্ধে বড়দের পাশাপাশি ছোটরাও অবদান রেখেছিল সেটাই দেখানো হয়েছে সিনেমাটিতে। স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে শিশু-কিশোরদের অবদানের কথা সিনেমাটিতে ফুটে উঠেছে।
পরিচালক ফারুক হোসেন ঢাকাটাইমসকে বলেন, ‘সিনেমার কাজ শেষ। সব কিছু ঠিকঠাকভাবে শেষ হয়েছে। কাকতাড়ুয়া এবছরের বিজয় দিবসে মুক্তি দেবার প্রচেষ্টা চলছে।’
এ সিনেমায় কমান্ডার চরিত্রে অভিনয় করেছেন জয় চৌধুরী। তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত ছবিতে অভিনয় করতে পেরে আনন্দিত। ছবিতে আমি একজন মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে অভিনয় করেছি। বিষয়টি খুব চ্যালেঞ্জিং। কিন্তু ভালোভাবে শেষ করতে পেরেছি। সেলিনা হোসেন ম্যাম এর মতো গুণী সাহিত্যিকের চলচ্চিত্রে অভিনয় করতে পেরে আনন্দিত। ’
কাকতাড়ুয়া ছবিতে অভিনয় করেছেন, আমান রেজা, আহমেদ শরিফ, ইলোরা, সুমাইয়া শিমু, শাহনুর, রেবেকা, নান শাহ, খালেদা আক্তার কল্পনা, নজরুল খান, আমির সিরাজী, সিরাজ হায়দার, জামিলুর রহমান, ইলোরা গওহর, হাফিজ উদ্দিন, রেবেকা, মিতুল, মুহিত, ঐশি , অনিলা এবং বাপ্পারাজসহ আরো অনেকে।
(ঢাকাটাইমস/১৭নভেম্বর/এসজেআর/এজেড)

মন্তব্য করুন