সঞ্চয়পত্রের সুদের হার হবে ব্যাংকের সুদের দুই শতাংশ বেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ জুন ২০১৭, ১৫:১৪ | প্রকাশিত : ০৬ জুন ২০১৭, ১৩:৫৯

আগামী অর্থবছর থেকে সঞ্চয়পত্রের সুদের হার কমানোর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই হার কত হবে, সেটি নির্দিষ্ট না করলেও তিনি বলেছেন, ব্যাংক ঋণের সুদের চেয়ে সঞ্চয়পত্রের সুদের হার হবে দুই শতাংশ বেশি। বর্তমানে ব্যাংকগুলোতে আমানতের সুদের হার ৪ থেকে ৬ শতাংশের মধ্যে।

মঙ্গলবার জাতীয় সংসদে দেয়া বক্তব্যে এ কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘মার্কেটে যা আছে, আমাদের সুদের হার তার চেয়ে দুই পারসেন্ট মিনিমাম বেশি রাখা দরকার এবং সেই অনুযায়ী এই হার নির্ধারণ করা হবে যথা সময়ে।’

সরকার বাজেট ঘাটতি মেটাতে যেসব উদ্যোগ নেয় তার একটি হল জনগণের কাছ থেকে টাকা তোলা। এ জন্য বিক্রি করা হয় বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র। মেয়াদ অন্তুর একটি নির্দিষ্ট হারে সুদ দেয়া হয় এ জন্য। লাভের টাকা তিন মাস অন্তরও তোলা যায়।

চলতি অর্থবছর পর্যন্ত বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে সুদের হার নির্দিষ্ট করা আছে ১১ থেকে ১২ শতাংশ। তবে এটি দুই বছর আগে আরও বেশি ছিল। ২০১৫ সালের ১০ মে সব ধরনের সঞ্চয়পত্রের সুদের হার গড়ে ২ শতাংশ করে কমিয়েছিল সরকার।

গত দুই বছর ধরে ব্যাংকে আমানতের সুদের হাম কমায় সঞ্চয়পত্রে ঝোঁক বেড়েছিল। বাজেট ঘাটতি মেটাতে সরকার চলতি ২০১৬-১৭ অর্থবছরে সঞ্চয়পত্র থেকে যে পরিমাণ অর্থ ধার করার লক্ষ্য ধরেছিল, নয় মাসেই তার দ্বিগুণ সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। ব্যাংক ঋণের সুদের হার নিম্নমুখী থাকায় সঞ্চয়পত্র বিক্রি আরও বাড়ছে আর এ কারণে সুদের ব্যবস্থাপনায় সরকারকে আরও বেশি ব্যয় করতে হচ্ছে।

সঞ্চয়পত্রের সুদের হার কমায় বিশেষ করে প্রবীণরা বিপাকে পড়বে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ। ঢাকাটাইমসকে তিনি বলেন, ‘প্রবীণদের পক্ষে পক্ষে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করা সম্ভব নয়। তারা সঞ্চয়পত্রে বিনিয়োগকে নিরাপদ মনে করেন। সুদের হার কমায় তাদের জীবনধারণ করা কঠিন হয়ে পড়বে। তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা রাখা উচিত।’

ঢাকাটাইমস/০৬জুন/এমএম/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

সড়কে দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা ফেরাতে বিআরটিএর অভিযান

লাইফ ইন্স্যুরেন্স শিল্পে জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার কাজিম উদ্দিন

জনতা ব্যাংকের ‘রায়ের বাজার শাখা’ নতুন ভবনে স্থানান্তর

নারী উদ্যোক্তাদের এবি ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সৌদি আরবের জেদ্দায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা

দিল্লি বিমানবন্দর দিয়ে বাংলাদেশি গার্মেন্টসের রপ্তানি, ভারতীয় ব্যবসায়ীদের আপত্তি

স্ট্যান্ডার্ড ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত

১০০ টাকার প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত, কে কোন পুরস্কার জিতল জানুন

একীভূতকরণে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত মানছে না ন্যাশনাল ও বেসিক ব্যাংক

পুনর্নিয়োগ পাওয়ায় বিএসইসি চেয়ারম্যানকে এবিবি প্রধানের শুভেচ্ছা

এই বিভাগের সব খবর

শিরোনাম :