সিরিয়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র লঞ্চার মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জুন ২০১৭, ১৭:১৩ | প্রকাশিত : ১৫ জুন ২০১৭, ১৭:০৮

মার্কিন সেনাবাহিনী সিরিয়ার আত-তানাফে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র লঞ্চার মোতায়েন করেছে। ট্রাকে বসানো এসব লঞ্চার জর্ডান থেকে সরিয়ে এনে সিরিয়ার বসানো হয়েছে বলে একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে গোয়েন্দা সূত্র জানায়, মার্কিন হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম(এইচআইএমএআরএস)-কে ইরাক ও জর্ডান সীমান্তের কাছে মোতায়েন করা হয়েছে। এতে ৩০০ কিলোমিটার পাল্লার মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে মার্কিন বাহিনী।

শীর্ষ স্থানীয় এক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, এগুলো আল-তানাফে পৌঁছেছে আর এতে সেখানে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার হয়েছে। এ ছাড়া, উত্তরাঞ্চলীয় সিরিয়াতেও মোতায়েন হয়েছে এ লঞ্চার ব্যবস্থা। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ইসলামিক স্টেট(আইএস)’র শেষ শক্তিশালী ঘাঁটি রাক্কা শহর মুক্ত করার অভিযানে এ এলাকায় মার্কিন মদদপুষ্ট বাহিনী অভিযানে জড়িত রয়েছে।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/১৫জুন/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :