পূর্ণাঙ্গ কমিটি পেল চট্টগ্রাম মহানগর বিএনপি

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুলাই ২০১৭, ১০:৩২

চট্টগ্রাম মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সোমবার রাত সাড়ে আটটায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৭৮ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন রাত ১১টায় বিষয়টি ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহাদাত হোসেন বলেন, রবিবার রাতে আমরা ঢাকার গুলশানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে কমিটির তালিকা জমা দিয়েছিলাম। সোমবার দুপুরে যাচাই-বাছাই শেষে কমিটি চূড়ান্ত করা হয়। আর রাতে অনুমোদন দেওয়া হয়।

তিনি জানান, গত ২৯ বছরে চার দফা কমিটি হলেও এবারই প্রথম পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। এ কমিটিতে সিনিয়র সহসভাপতি একজন, সহসভাপতি ২৯ জন, যুগ্ম সম্পাদক ১৩ জন, সহ-সাধারণ স¤পাদক ১৮ জন, সাংগঠনিক সম্পাদক তিনজন, দফতর সম্পাদক একজন, প্রচার সম্পাদক একজন ও কোষাধ্যক্ষ একজন রয়েছেন।

চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনের সত্যতা মুঠোফোনে স্বীকার করে বলেন, অনুমোদিত কমিটির তালিকা কেন্দ্র থেকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে ২০১৬ সালের ৬ আগস্ট ডা. শাহাদাত হোসেনকে সভাপতি, আবু সুফিয়ানকে সহসভাপতি ও আবুল হাসেম বক্করকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে তিন সদস্যের চট্টগ্রাম মহানগর বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এর প্রায় ১১ মাস পর এই কমিটি পূর্ণাঙ্গ রূপ পেল।

(ঢাকাটাইমস/১১জুলাই/আইকে/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

তারেক রহমানের আগে আপনার বিচার হয়ে যায় কি না প্রস্তুত থাকেন, প্রধানমন্ত্রীকে রিজভী 

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে যাবেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের 

সমাজ পরিবর্তনে যোগ্য নেতৃত্ব তৈরির বিকল্প নেই: মাওলানা রফিক

সাদা চামড়ার লোকটি কে আমরা তা জানতে চাই: মান্না

এই সরকার ক্ষমতায় থাকলে বিএনপির অস্তিত্ব রাখবে না: মির্জা আব্বাস

সরকার ও মালিকদের চাপে দেশে স্বাধীন সাংবাদিকতা নেই: রিজভী

বিএনপি নেতা দুলু হাসপাতালে ভর্তি

ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় ছাত্রদলের ৬ নির্দেশনা

জনগণ গভীর শঙ্কা-ভয় ও শিহরণের মধ্যে বাস করছে: মির্জা ফখরুল

উপজেলা নির্বাচনে অংশগ্রহণ: বিএনপি থেকে ২১৭ নেতা বহিষ্কার

এই বিভাগের সব খবর

শিরোনাম :