৫৭ ধারার ‘হয়রানি’ নিয়ে মন্ত্রিসভায় আলোচনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুলাই ২০১৭, ১৭:৫৭

তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় আইসিটি অ্যাক্টের প্রসঙ্গটি তোলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী বলেন, ’৫৭ ধারায় বহু সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। সাংবাদিকরা এই ধারায় হয়রানির শিকার হচ্ছেন।’

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘এ পর্যন্ত কত মামলা হয়েছে? মামলাগুলো করছে কারা?’

প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যক্তি যদি ব্যক্তির বিরুদ্ধে আদালতে যায় তাহলে এখানে সরকার কী করতে পারে? সবারই আইনি পদক্ষেপ নেয়ার অধিকার আছে।’

শেখ হাসিনা বলেন, ‘কোনো সাংবাদিক বা গণমাধ্যমকর্মীকে হয়রানি বা নির্যাতনের উদ্দেশে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার প্রবর্তন করা হয়নি। গণমাধ্যমকর্মীরা সঠিক নিয়ম-কানুনের মধ্যে থেকে যেন তাদের কাজ করতে পারেন সেজন্যই এ ধারা।’

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বৈঠক সূত্র জানায়, তথ্যমন্ত্রী ৫৭ ধারার বিরুদ্ধে সাংবাদিকরা আন্দোলন করছেন বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রীর কাছে জানতে চান ৫৭ ধারায় কতজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যদি দেশের সুনাম ক্ষুণ্ন করার জন্য রাষ্ট্রবিরোধী কোনো লেখা লেখে অথবা কোনো ব্যক্তির বিরুদ্ধে যৌক্তিক প্রমাণ ছাড়াই কোনো নিউজ লেখে তাহলে কী হবে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া যাবে না?’

(ঢাকাটাইমস/২৪জুলাই/এমএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

সব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধ হবে: তথ্য প্রতিমন্ত্রী

সব বাধা অতিক্রম করে জনগণের জন্য কাজ করে যাচ্ছি: প্রধানমন্ত্রী

দেশে ১৩ শতাংশ মানুষ চোখের গ্লুকোমা সমস্যায় ভুগছে

রোহিঙ্গা প্রত্যাবাসনে আইওএমের কার্যকর ভূমিকা চায় বাংলাদেশ

সুন্দরবনের আগুন পুরোপুরি নিভেছে: পরিবেশ মন্ত্রণালয়

জাহাজে হজযাত্রী পরিবহনের বিষয়টি ‘ইনকারেজ’ করছে না সৌদি: ধর্মমন্ত্রী

জিসিসির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নবদিগন্ত উন্মোচন

আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি নিয়ে আশাবাদী সরকার

জনগণকে নিরপেক্ষভাবে সেবা দিতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির

এই বিভাগের সব খবর

শিরোনাম :