‘বিষবৃক্ষ’ বিএনপিকে টিকিয়ে রেখেছে সরকার: এরশাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ আগস্ট ২০১৭, ২০:০৭

সরকার টিকিয়ে না রাখলে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি কবেই নিশ্চিহ্ন হয়ে যেত বলে মনে করেন সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘এই বিষবৃক্ষ বিএনপিকে সরকারই বাঁচিয়ে রেখেছে।’

রবিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) আয়োজিত প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন এরশাদ।

৫৮টি রাজনৈতিক দল নিয়ে জাতীয় পার্টির নেতৃত্বে বিএনএ গঠনের পর এই প্রথম জোটের সম্মেলন হল। জোট সম্পর্কে এরশাদ জোটের নেতা-কর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, ‘প্রস্তুতি গ্রহণ কর। এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘বিএনপিকে নিয়ে সরকার মাথা ঘামাচ্ছে। তা না হলে এই বিএনপির অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যেত।’

সাংবিধানিক সরকারের অধীনেই নির্বাচনে যাবে বলে জানিয়ে এরশাদ বলেন, ‘আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না। আমরা তত্ত্বাবধায়ক সরকার ঘৃণা করি। আমরা সাংবিধানিক সরকারের অধীনেই নির্বাচনে যাব।’

সাবেক রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষ আওয়ামী লীগকে আর চায় না। তবে তারা বিএনপিকেও চায় না। এই দুই দলের বাইরে পরিবর্তন চায়।

আগামী নির্বাচনে জিতে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে বলেও আশার কথা বলেন এরশাদ। বলেন, ‘জাতীয় পার্টি ক্ষমতায় এলে দেশে শান্তি আসবে। আমরা ক্ষমতায় গিয়ে লুটপাট নয়, শান্তি ফিরিয়ে আনব।’

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারও। সম্মেলনে সভাপতির বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান সেকেন্দার আলী মনি।

ঢাকাটাইমস/১৩আগস্ট/জেআর/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :