রিজার্ভ চুরির পুরো অর্থ উদ্ধার সম্ভব: গভর্নর

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০১৭, ১৯:৩০

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া ১০ কোটি ১০ লাখ ডলারের যে অংশ এখনো উদ্ধার হয়নি, এর পুরোটাই উদ্ধার করা সম্ভব। এই বিষয়ে জুডিশিয়ালি মামলা শেষ হলেই এই টাকা সব ফিরিয়ে আনা সম্ভব হবে।’

বুধবার বরিশালে ব্যাংকার-এসএমই উদ্যোক্তা মতবিনিময় সভা এবং প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ বিভাগের আয়োজনে এবং ইসলামী ব্যাংক বাংলাদেশসহ বরিশাল অঞ্চলের সব বাণিজ্যিক ব্যাংক এবং অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতায় নগরীর অমৃত লাল দে মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গভর্নর বলেন, ‘২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে জিডিপির ৮ শতাংশ প্রবৃদ্ধি দরকার। সে জন্য নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। তাই চাকরির পেছনে না ঘুরে পরবর্তী প্রজন্মকে উদ্যোক্তা হয়ে শিল্প কলকারখানা তৈরি করে দেশকে আর্থিকভাবে এগিয়ে নিতে নারী উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে নতুন নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হবে।’

ফজলে কবির বলেন, ‘আগামীতে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই খাতের বিকাশে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। নারী উদ্যোক্তা বৃদ্ধিতে জামানত বিহীন ৪০ লাখ টাকা এসএমই লোন দেয়া হচ্ছে। নারী উদ্যোক্তাদের ঋণ সহায়তা পাওয়ার ক্ষেত্রে সহজতর করার জন্য ব্যাংকগুলোর প্রতি নির্দেশনা দেয়া আছে।’

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার নির্বাহী পরিচালক মো. সোহরাওয়ার্দী, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস্ উল ইসলাম, প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী, এবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মসিউর রহমান চৌধুরী, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা। বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার মহাব্যবস্থাপক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে গভর্নর ফজলে কবির ৪৪ জন এসএমই উদ্যোক্তার মাঝে ৩৮ কোটি এক লাখ টাকার ঋণ বিতরণ করেন।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/টিটি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

সড়কে দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা ফেরাতে বিআরটিএর অভিযান

লাইফ ইন্স্যুরেন্স শিল্পে জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার কাজিম উদ্দিন

জনতা ব্যাংকের ‘রায়ের বাজার শাখা’ নতুন ভবনে স্থানান্তর

নারী উদ্যোক্তাদের এবি ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সৌদি আরবের জেদ্দায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা

দিল্লি বিমানবন্দর দিয়ে বাংলাদেশি গার্মেন্টসের রপ্তানি, ভারতীয় ব্যবসায়ীদের আপত্তি

স্ট্যান্ডার্ড ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত

১০০ টাকার প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত, কে কোন পুরস্কার জিতল জানুন

একীভূতকরণে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত মানছে না ন্যাশনাল ও বেসিক ব্যাংক

পুনর্নিয়োগ পাওয়ায় বিএসইসি চেয়ারম্যানকে এবিবি প্রধানের শুভেচ্ছা

এই বিভাগের সব খবর

শিরোনাম :