খালেদার বহরে হামলা

ফাঁস হওয়া ফোনালাপ ভুয়া: ফখরুল

বোরহান উদ্দিন, চট্টগ্রাম থেকে
| আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ১৫:২৩ | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৭, ১৫:১৬

ফেনীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার পরিকল্পনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া ফোনালাপের রেকর্ডকে ভুয়া বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, হামলার ঘটনা ধামাচাপা দিতে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে।

খালেদা জিয়ার কক্সবাজার সফর শেষে মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এই কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের দলের চট্টগ্রাম মহানগরীর সভাপতির বিরুদ্ধেও একটা অপপ্রচার চালিয়েছে, যেটা প্রমাণিত হয়েছে যে, তিনি কখনোই এসবের মধ্যে ছিলেন না।’

গত শনিবার কক্সবাজারের উদ্দেশে রওয়ানা হওয়া বিএনপি নেত্রীর বহরে হামলা হয় ফেনীতে। বিএনপি এই ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছে। তবে সোমবার দুই ব্যক্তির মধ্যে মোবাইল ফোন কথোপকথনের একটি রেকর্ড ফাঁস হয়েছে তার একজন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন এবং অপরজন ফেনী বিএনপির জনৈক নেতা মোবারক বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

ফাঁস হওয়া ফোনালাপে মোবারককে ফোন করে একজন খালেদা জিয়ার বহরে হামলার পরিকল্পনা কতদূর আগাল সে বিষয়ে জানতে চান। বিএনপি নেত্রী বা দলের কোনো নেতার গাড়িতে যেন হামলা না হয় এবং কেবল যেন সংবাদকর্মীদের গাড়ি আক্রান্ত হয়, সেটা নিশ্চিত করতে মোবারককে নির্দেশ দেন ওই ব্যক্তি। জবাবে মোবারক ওই ব্যক্তিকে চিন্তা না করার পরামর্শ দিয়ে বলেন, নির্দেশ মতই সব কাজ হবে।

এই ঘটনায় ছাত্রলীগের কয়েকজন স্থানীয় নেতা-কর্মীর উপস্থিতি নিশ্চিত হয়েছে কি না, এমন প্রশ্নে মোবারক বলেন, কয়েকজনকে টাকা দিয়ে আনা হচ্ছে এবং তাদের ছবিও তোলা হবে।

এই নির্দেশদাতা চট্টগ্রামের বিএনপি নেতা শাহাদাৎ-ক্ষমতাসীন দলের এমন অভিযোগের পর এই বিএনপি নেতা সংবাদ সম্মেলন করে বলেছেন, তার বদনাম করতে তার কণ্ঠ নকল করা হয়েছে।

শাহাদাতের পক্ষে বলছেন মির্জা ফখরুলও। তিনি বলেন, ‘ওই আক্রমণে আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, তারা (সাংবাদিকরা) হামলার শিকার হয়েছেন।’

‘আপনারা সবই জানেন কারা আক্রমণ চালিয়েছে, এই আক্রমণকারীরা কারা তা পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে চলে এসেছে। তারা (ক্ষমতাসীন দল) এনিয়ে বিভিন্ন প্রকার অপপ্রচার শুরু করেছে।’

এভাবে মিথ্যা কথা বলে, জনগণকে বিভ্রান্ত করা যাবে না-এমন মন্তব্য করে বিএনপি নেতা বলেন, ‘জনগণ এখন পরিষ্কারভাবে বুঝে নিয়েছে যে, আওয়ামী লীগ সত্যকে ধামাচাপা দেয়ার জন্য গণতন্ত্রের প্রচলিত যে নর্মসগুলো (রীতি-নীতি) রয়েছে, তাকে ধ্বংস করে দিচ্ছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হামলার পরদিন সংবাদ সম্মেলন করে বলেছিলেন, ‘বড় নিউজ’ নিশ্চিত করার জন্য যুব ও ছাত্রদলের কর্মীরা এই হামলা চালিয়েছে। তার এই বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, ‘আশা করেছিলাম তিনি (ওবায়দুল কাদের) অন্ততঃ এইটুকু করবেন যে, এটাকে নিন্দা করবেন প্রথমেই এবং এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন হামলাকারীদের বের করবার। আর খোঁজার দরকার নেই, তাদের পরিচয় জানা হয়ে গেছে। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য তিনি চেষ্টা করবেন।’

‘এটা না করে তারা (ক্ষমতাসীনরা) যে সমস্ত কথা বলছেন, বলেই যাচ্ছেন। সেটাকে আমরা সুস্পষ্টভাবে মনে করি সন্ত্রাসকে প্রশ্রয় দেয়া। রাজনীতিকে ধবংস করবার আরেক প্রক্রিয়া তারা শুরু করেছেন।’

‘এখনো সময় আছে, এই ঘটনায় দুঃখ প্রকাশ করে তাদের উচিত হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসা।’

রোহিঙ্গাদের দেখতে যাওয়ার সময়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে ঢাকা থেকে কক্সবাজারের উখিয়া পর্যন্ত ‘মানুষের ঢল’ নেমেছিল বলেও দাবি করেন ফখরুল। বলেন, ‘গতকাল আমাদের নেত্রী বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে সরকারের যা করা উচিত ছিল, তারা তা করতে পারেনি, সরকার ব্যর্থ হয়েছে। আমরা প্রথম দিকে বলে আসছি যে এদেরকে আশ্রয় দিয়ে তাদের খাওয়া-পড়ার ব্যবস্থা করা এবং একই সঙ্গে সেই কুটনৈতিক চাপ সৃষ্টি করা যেন সরকারের হাত শক্ত হয় যাতে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করে এই সমস্যাকে মোকাবেলা করা। সেটা সরকার করেনি, তারা নাকচ করে দিয়েছে।’

বিএনপি নেতা বলেন, 'দেশনেত্রী আহ্বান জানিয়েছেন, সকল মানুষকে আজকে ঐক্যবদ্ধ হয়ে এই সংকট আমাদেরকে মোকাবেলা করতে হবে এবং আন্তর্জাতিক যেসব সংস্থাগুলো রয়েছে তাদের ওপরে আরো কুটনৈতিক তৎপরতা বৃদ্ধি করে মিয়ানমারের সরকারকে বাধ্য করা তারা যেন রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যায়।’

সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, গিয়াস কাদের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীমুর রহমান শামীম, চট্টগ্রাম মহানগর সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবু হাশেম বক্কর, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার প্রমূখ উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস /৩১অক্টোবর /বিইউ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :