ডেসটিনির চেয়ারম্যানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৭, ১৭:৫৫

ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মাদ হোসেনের বিরুদ্ধে সম্পদের হিসাব দাখিল না করার মামলায় বাদী দুদকের সহকারী পরিচালক মো. সালাহ উদ্দিন আংশিক সাক্ষ্য দিয়েছেন।

মঙ্গলবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. ইমরুল কায়েস এই সাক্ষীর আংশিক সাক্ষ্য গ্রহণের পর আগামী ২০ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।

ওই মামলার দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, আদালত সাক্ষী সালাহ উদ্দিনের আংশিক সাক্ষ্য গ্রহণের পর আসামি পক্ষে আইনজীবী মামলাটির অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন মর্মে সময় প্রার্থনা করলে আদালত সময় মঞ্জুর করে ২০ নভেম্বর দিন ধার্য করেন। সাক্ষ্য গ্রহণকালে আসামি মোহাম্মাদ হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, দুদকের প্রাথমিক অনুসন্ধানে আসামি মোহাম্মাদ হোসেনের নামে বেনামে জ্ঞাত আয় বহির্ভূত ১১ কোটি, ১১ লাখ, ৭১ হাজার ৫০৮ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এরপর দুদক এ আসামিকে ২০১৬ সালের ১৫ জুন সাত কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব দাখিল করতে নোটিশ দেয়। ওই আসামি তখন ডেসটিনি কোম্পানির অর্থ আত্মসাতের মানিল্ডারিং মামলায় কারাগারে ছিলেন। ওই বছর ২০ জুন তিনি কারাগারে নোটিশ পান। এরপর তিনি আইনজীবীর মাধ্যমে হিসাব দাখিলের জন্য সময় চান। দুদক হিসাব দাখিলের জন্য আরও সাত কার্যদিবস সময় দেয়ার পরও এ আসামি সম্পদের হিসাব দাখিল না করায় ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর মামলা করেন।

মামলাটি তদন্তের পর ২০১৭ সালের ৬ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক মো. সালাহ উদ্দিন।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/আরজে/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই

লভ্যাংশের টাকা আত্মসাৎ মামলা: ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও শক্তিশালী হবে: প্রধান বিচারপতি

জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা, এক সপ্তাহ নিষিদ্ধ আইনজীবী 

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় মুশতাক-ফাওজিয়ার স্থায়ী জামিন

ওষুধের মূল্যবৃদ্ধি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

টিপু-প্রীতি হত্যাকাণ্ড: আওয়ামী লীগ নেতা আশরাফসহ ৩৩ জনের বিচার শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :