বিএনপি পাগল আবু সাঈদ

বোরহান উদ্দিন, সোহরাওয়ার্দী উদ্যান থেকে
 | প্রকাশিত : ১২ নভেম্বর ২০১৭, ১৫:০২

দীর্ঘদিন পর অনুষ্ঠিত বিএনপির সমাবেশে যোগ দিতে নানা রঙ-বেরঙের সাজে উপস্থিত হয়েছেন নেতাকর্মীরা। কেউ মাথায় নিজ নিজ সংগঠনের ফিতা, কেউবা ক্যাপ নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে এসেছেন। তবে মূল মঞ্চের অসংখ্য নেতাকর্মীর মধ্যে চোখ আটকে গেল জীর্ণশীর্ণ শরীরের একজন বয়স্ক মানুষকে দেখে।

৬৫ বছর বয়সী মানুষটার নাম আবু সাঈদ। পেশায় সাইকেলের মেকার এই মানুষটি হাতে একটি লাঠির উপরে শুকনো ধানের বেশ কিছু ছড়ি শক্ত করে বেঁধে এদিক সেদিক ছুটছেন। কৌতুহলী মানুষটিকে ঘিরে কেউ ছবি তুলছেন, কেউবা সেলফি তুলছেন।

কাছে গিয়ে কথা বলে জানা গেলো সিরাজগঞ্জ থেকে ছুটে আসা আবু সাঈদ বিএনপি করেন। বলছেন, ‘জিয়া, খালেদা, তারেক জিয়াকে ভালোবাসি। খালেদা জিয়ার সমাবেশ হবে তাই ঢাকায় চলে এসেছি।’

আবু সাঈদ জানান, শনিবার মফিজ বাসে করে সিরাজগঞ্জ থেকে গাবতলী এসেছেন। রংপুর-ঢাকায় চলাচলকারী এই বাসে নাকি ভাড়া অনেক কম। তিনি বলেন, ভোর রাতে গাবতলী নেমে চা খেয়ে দিনের আলোর জন্য অপেক্ষা করতে থাকেন। পরে পায়ে হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানে হাজির হন।

গাবতলী থেকে পায়ে হেঁটে আসলেন কেন জানতে চাইলে তিনি বলেন, টাকা নেই তাই হেঁটে এসেছি।

তাহলে কেন কষ্ট করে আসলেন- বলেন, বিএনপিকে ভালোবাসি। বিএনপি থাকলে শান্তিতে থাকতে পারি।

তিন সন্তানের জনক আবু সাঈদ জানান, তার এক ছেলে এসএসসি পরীক্ষা দেবে। ফরম ফিলাপে লাগবে তিন হাজার টাকা। কইলাম গরিব মানুষ, কিন্তু কম নিবে না। একজন সিক্সে পড়ে। মেয়ে ছোট।

তিনি আরও জানালেন, বিএনপির সমাবেশের কথা শুনলে চলে যান তিনি। এর আগে বগুড়াতে একবার সমাবেশে যোগ দেয়ার কথা বললেন।

ছবি তুলতে চাইলে হাসি দিয়ে বললেন, ‘তোলেন,কতগুলা তুলবেন। সমস্যা নাই। কথা শুনে পাশে দাঁড়ানো সবার সঙ্গে আবু সাঈদও অট্টহাসিতে ফেটে পড়েন।’

ঢাকাটাইমস/১২নভেম্বর/বিইউ/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

উপজেলা নির্বাচনও ডা‌মি, বর্জন করুন: রিজভী 

সত্য বললে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী নায়েব আলী

টাকা পাচারের কারণে বাংলাদেশ ব্যাংক ও অন্য ব্যাংকের অবস্থা খুবই করুণ: অলি

ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে: ছাত্রশিবির

এই বিভাগের সব খবর

শিরোনাম :