সৈয়দপুরে চিকিৎসকের বাসায় ডাকাতি

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০১৭, ১১:৫৮

নীলফামারীর সৈয়দপুরের বাঙালিপুরে স্বাচিপের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ডা. শাহ মতিয়ার রহমানের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ পাঁচ লাখ টাকা, চারটি অ্যানড্রয়েড মোবাইল সেট, ২০ ভরি স্বর্ণালঙ্কারসহ মালামাল লুটে নিয়েছে।

বৃহস্পতিবার ভোররাতে ৬/৭ জনের একটি ডাকাত দল ওই ডাকাতির ঘটনা ঘটায়। ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ওই এলাকার ডা. মতিয়ার রহমানের বাসার নিচতলার ভাড়াটিয়া ফুয়াদের বাসায় প্রথমে প্রবেশ করে। তাকে নিয়ে ডাকাত দল উপর তলায় চিকিৎসকের বাসায় যায়। এসময় গলায় হাসুয়া ধরে আলমারির চাবি নেয়।

ডাকাতরা অস্ত্রের মুখে চিকিৎসকের কাছ থেকে চাবি নিয়ে নগদ পাঁচ লাখ টাকা, চারটি অ্যানড্রয়েড মোবাইল সেট, একটি আইফোন, ২০ ভরি স্বর্ণালঙ্কারসহ মালামাল নিয়ে যায়।

ডাকাতরা চিকিৎসকের স্ত্রী মিসেস শামীম আরা (৪৭), কন্যা মেডিকেল কলেজ ছাত্রী রুবাইয়াত রহমান (২২) ও নাতনি নাওয়ারকে (৯) বেঁধে রাখেন এবং মারপিট করে।

এ ঘটনায় পুলিশ ওই বাসার নিজ তলার ভাড়াটিয়া ফুয়াদকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :