এক চার্জে চলবে এক মাস

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৮, ১২:৪০

অটোমোবাইল ইঞ্জিনিয়াররা এই প্রথম ইলেকট্রিক সুপার বাইক উদ্ভাবন করলেন। যেটি এক চার্জে পুরো মাস চলবে। এতে সর্বোচ্চ গতি পাওয়া যাবে ২৫০ কিলোমিটার।

‘দ্যা ম্যানকেম ইপি-১’ মডেলের এই বাইকটি একদল তরুণ প্রকৌশলী বানিয়েছে। এতে রয়েছে তিনটি রাইডিং মোড। কন্ট্রোলিংয়ের জন্য বাইকটিতে অত্যাধুনিক ব্রেকিং সিস্টেম এবং কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে।

বাইকটি তৈরি করেছে ভারতের ব্যাঙ্গালুরু ভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান ম্যানকেম অ্যাটোমোটিভ নামের একটি প্রতিষ্ঠান। তারা বাইকটিকে প্রোটোটাইপ হিসেবে তৈরি করেছে। এটাকে বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য অর্থ সংগ্রহের জন্য ক্রাউডফান্ডিং করছে।

এর উদ্ভাবকরা জানিয়েছেন, বাইকটিতে হাই ডেনসিটি ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। ফলে এটি সিঙ্গেল চার্জে প্রায় ৫০০ থেকে ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। ফলে যারা এই ইলেকট্রিক সুপার বাইক চালিয়ে অফিসে যাতায়াত করবেন তারা এক চার্জ দিয়ে পুরো মাস পার করতে পারবেন। আর এতে চার্জিং খরচও অনেক কম।

(ঢাকাটাইমস/১৯জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :