পাসের হারে শীর্ষে বরিশাল, জিপিএ-ফাইভে ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ জুলাই ২০১৮, ২২:৫৯ | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৮, ১৮:০০

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের দিক থেকে এগিয়ে রয়েছে বরিশাল বোর্ড। এই বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৫৫ শতাংশ। এছাড়া জিপিএ-ফাইভ প্রাপ্তির দিক থেকেও অন্যান্য বছরের মতো এবারও শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। এবারের এইচএসসি পরীক্ষায় এই বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছে ১২ হাজার ৯৩৮ শিক্ষার্থী।

২০১৭ সালের ৭২ শতাংশ পাসের হার নিয়ে আট বোর্ডে শীর্ষে ছিল সিলেট। এবার ৬২ দশমিক ১১ শতাংশ পাসের হার নিয়ে সিলেট নেমে গেছে ষষ্ঠ অবস্থানে। এছাড়া এবার পাসের হারে সবার নিচে রয়েছে দিনাজপুর, এ বোর্ডে পাসের হার ৬০ দশমিক ২১ শতাংশ।

গত বছর পাসের হারে সবার নিচে থাকা কুমিল্লা এবার আট বোর্ডের মধ্যে চতুর্থ অবস্থানে ওঠে এসেছে। কুমিল্লায় এবার পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ।

এছাড়া ঢাকা বোর্ডে ৬৬ দশমিক ১৩, রাজশাহী বোর্ডে ৬৬ দশমিক ৫১, যশোর বোর্ডে ৬০ দশমিক ৪০ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৬২ দশমিক ৭৩ শতাংশ শিক্ষাথী পাস করেছেন।

জিপিএ-ফাইভে এগিয়ে ঢাকা

আট শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে জিপিএ-ফাইভ পেয়েছে ঢাকা বোর্ডে। এ বোর্ডে ১২ হাজার ৯৩৮ জন পূর্ণ জিপিএ ফাইভ পেয়েছেন। ঢাকার পরে রয়েছে রাজশাহী বোর্ডের শিক্ষার্থীদের অবস্থান। এই বোর্ডে জিপিএ-ফাইভ পেয়েছেন ৪ হাজার ১৩৮ জন।

এছাড়া দিনাজপুর বোর্ডে ২ হাজার ২৯৭ জন, যশোর বোর্ডে ২ হাজার ৮৯ জন, চট্টগ্রাম বোর্ডে এক হাজার ৬১৩ জন, কুমিল্লা বোর্ডে ৯৪৪ জন, বরিশাল বোর্ডে ৬৭০ জন ও সিলেট বোর্ডে ৮৭৩ জন জিপিএ-ফাইভ পেয়েছেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতের এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী।

এবার আটটি বোর্ডে এইচএসসি ও সমমানের পাসের হার ৬৪ দশমিক ৫৫ শতাংশ এবং দশ বোর্ডে গড় পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। আর জিপিএ-ফাইভ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন।

(ঢাকাটাইমস/১৯জুলাই/এমএম/এমআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

‘দক্ষতা বৃদ্ধি ও উত্তম সেবা প্রদানের মানসিকতা নিয়ে এগোতে হবে’

‘অধ্যাপক জিয়া রহমান ছিলেন মানবিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিত্ব’

জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের পোস্টারিং

ইমামকে অব্যাহতি: শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে প্রক্টরিয়াল বডির বাধা

ঢাবির বঙ্গবন্ধু হলে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের যাত্রা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দুই ঘণ্টা কর্মবিরতি

‘ইতিহাসের দীর্ঘ পথপরিক্রমায় বঙ্গবন্ধুর প্রাজ্ঞ নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠা’

‘বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের ইতিহাসকে ভাষা আন্দোলন থেকে বিচার করলে তা হবে আংশিক’

ময়লা-আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের

মধ্যরাতে মসজিদে ঘুমন্ত ছাত্রী, ইমামকে সাময়িক বরখাস্ত

এই বিভাগের সব খবর

শিরোনাম :