জয়পুরহাটে নিষিদ্ধ ব্রুপেনোরফিন ইঞ্জেকশনসহ আটক তিন

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:২০

জয়পুরহাটে ২৬৪বোতল ফেন্সিডিল ৪৯৫ টি ব্রুপেনোরফিন ইঞ্জেকশনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার ভোরে পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন, পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে রুবেল হোসেন (১৯), জলিল মন্ডলের ছেলে সুলতান মন্ডল (১৯), দুলাল হেসেনের ছেলে রেজওয়ান হোসেন (১৯),

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমাণ্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের জানান, আটককৃতরা দির্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল। শুক্রবার ভোরে উত্তর গোপালপুর এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, সীমান্ত এলাকা হওয়ার সুযোগে তারা দীর্ঘদিন ধরে আমদানি নিষিদ্ধ মাদক, ফেন্সিডিল ব্রুপেনোরফিন ইঞ্জেকশন চোরাচালানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

(ঢাকাটাইমস/০৭সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :