সিলেটে সমাবেশের অনুমতি পেল ঐক্যফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ২০:০৮ | প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৮, ১৭:২৮
ফাইল ছবি: জাতীয় ঐক্যফ্রন্ট

আগামী ২৪ অক্টোবর সিলেটে সমাবেশের অনুমতি পেয়েছে নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট। গত ১৩ অক্টোবর ফ্রন্ট গঠনের পর এটাই প্রথম কর্মসূচি তাদের।

জনসভাটি হওয়ার কথা ছিল ২৩ অক্টোবর। তবে একই দিন সেখানে স্বেচ্ছাসেবক লীগের একটি কর্মসূচি ছিল। আর সিলেট মহানগর পুলিশ সেদিন কাউকে সমাবেশের অনুমতি দেয়নি। এ নিয়ে ফ্রন্ট নেতারা সরকারের সমালোচনাও করেন। যদিও তারা পরে সমাবেশ একদিন পিছিয়ে ২৪ অক্টোবর নির্ধারণ করে। সেদিন অনুমতি না পেলেও সিলেট যাওয়ার কথা জানায় তারা।

এর মধ্যে সমাবেশের অনুমতি না দেয়ায় হাইকোর্টে রিট আবেদন করেন যেটার শুনানির কথা রয়েছে সোমবার।

তবে রবিবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ঐক্যফ্রন্ট সমাবেশের অনুমতি পাওয়ার ইঙ্গিত পেয়েছে। তারপরও তারা এ নিয়ে নাটক করছে।

তাৎক্ষণিকভাবে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সিলেটে সমাবেশের অনুমতির বিষয়ে কিছু না জানানো হলেও বিকালে ফ্রন্টের শরিক গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মণ্টু ঢাকাটাইমসকে অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এই তথ্য কে জানিয়েছে- জানতে চাইলে মণ্টু বলেন, ‘সিলেটের নেতা-কর্মীরা আমাদেরকে তা জানিয়েছেন। আর আমরা সিলেট সফরের প্রস্তুতি নিচ্ছি।’

এই অনুমতি মৌখিকভাবে জানানো হয়েছে জানিয়ে লিখিত অনুমতি দেয়ার শর্তের কথা পুলিশকে জানিয়েছে ঐক্যফ্রন্ট।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ঐক্যফ্রন্টের সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। তিনি জানান, রবিবার দুপুরে পুলিশের পক্ষ থেকে সমাবেশের অনুমতি য়ো হয়েছে। আগামী ২৪ অক্টোবর বেলা ২ টায় সিলেট রেজিস্ট্রারি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া জানান, কিছু শর্ত সাপেক্ষে ২৪ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের জনসভার অনুমতি দেয়া হয়েছে।

গত ১৩ অক্টোবর কামাল হোসেনের জাতীয় ঐক্য প্রক্রিয়া, বিএনপি, নাগরিক ঐক্য এবং জেএসডি মিলে গঠন করা হয় জাতীয় ঐক্যফ্রন্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ তারা সাত দফা দাবি জানিয়েছে।

এরই মধ্যে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন ঐক্যফ্রন্ট নেতারা। আর সিলেট ছাড়াও চট্টগ্রামে ২৭ অক্টোবর এবং রাজশাহীতে ৩০ অক্টোবর সমাবেশ ডেকেছে তারা। পাশাপাশি ২৬ অক্টোবর ঢাকায় নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে তারা।

ঢাকাটাইমস/২১অক্টোবর/জিএম/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

উপজেলা নির্বাচনও ডা‌মি, বর্জন করুন: রিজভী 

সত্য বললে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী নায়েব আলী

টাকা পাচারের কারণে বাংলাদেশ ব্যাংক ও অন্য ব্যাংকের অবস্থা খুবই করুণ: অলি

ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে: ছাত্রশিবির

এই বিভাগের সব খবর

শিরোনাম :