গৃহকর্মী নির্যাতন: স্ত্রীসহ গৃহকর্তা কারাগারে

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৮, ২০:৩৮

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে গৃহকর্মী নির্যাতনের মামলায় এক গৃহকর্তা ও তার স্ত্রীকে কারাগারে পাঠিয়েছে আদালত। তারা হলেন- মোস্তাকিম শরীফ (৩২) ও জান্নাতুল নাইমা (২৫)।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই নাসির উদ্দিন তুহিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।

জানা যায়, রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী প্রজেক্টের ই-ব্লকের ৮/এ নম্বর রোডের ৪৩ নম্বর বাড়ির ৬ষ্ঠ তলা থেকে গত ৩১ অক্টোবর গৃহকর্মী হাওয়া (১৪)কে উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ। পরে ওই কিশোরী গৃহকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধারের পর গৃহকর্তা মোস্তাকিম শরীফ ও তার স্ত্রী জান্নাতুল নাইমাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, ভিকটিম হাওয়া বেগম (১৪)কে উদ্ধারের সময় তার পিঠের নিচে কোমরে, কাঁধের ডান পাশে, ডান পায়ের হাঁটুর নিচে, চোখ ও মুখিসহ যখমের চিহ্ন পাওয়া গেছে।

আসামিরা চলতি বছর ১ জুলাই সকাল ১০টা হতে ৩১ আক্টোবর পর্যন্ত বিভিন্ন তারিখ ও সময়ে তাকে তাদের বাসায় আটক রেখে লোহার খুন্তি ও রড গরম করে ছ্যাকা দিয়ে এবং মারধর করে গুরুতর যখম করেন।

গৃহকর্মী হাওয়া বেগমের বাবার নাম শনু মিয়া। তার বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার নগরচড়ায়।

ঢাকাটাইমস/০১নভেম্বর/জেআর/ইএস

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও শক্তিশালী হবে: প্রধান বিচারপতি

জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা, এক সপ্তাহ নিষিদ্ধ আইনজীবী 

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় মুশতাক-ফাওজিয়ার স্থায়ী জামিন

ওষুধের মূল্যবৃদ্ধি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

টিপু-প্রীতি হত্যাকাণ্ড: আওয়ামী লীগ নেতা আশরাফসহ ৩৩ জনের বিচার শুরু

বিডিনিউজ সম্পাদক খালিদীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল দুদকের

পরীমনির আবেদনে পেছাল মাদক মামলার সাক্ষ্যগ্রহণ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা: পিনাকী ভট্টাচার্যকে অভিযুক্ত করে চার্জশিট, মুশফিককে অব্যাহতি

আগামী সপ্তাহ থেকে আপিল বিভাগে দুই বেঞ্চে বিচারকাজ চলবে

এই বিভাগের সব খবর

শিরোনাম :