নিপুণ রায়ের রিমান্ড আবেদন নাকচ

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৭:০৭
ফাইল ছবি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী ও ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমাকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডে চাইলেও পায়নি পুলিশ। নয়াপল্টনে নাশকতার একটি মামলায় তাদের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত। তবে আগামী ১০ কার্যদিবসের মধ্যে যেকোনো একদিন তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন এ আদেশ দেন। মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম সাত দিন করে রিমান্ড আবেদন করেন।

শুনানিকালে কারাগারে থাকা নিপুণ ও আরিফাকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষে নিপুণ রায়ের বাবা নিতাই রায় চৌধুরী ও সানাউল্লাহ মিয়াসহ বিএনপিপন্থী আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন। ওই সময় নিপুণ রায়ের শ্বশুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায় আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৬ নভেম্বর পল্টন থানার নাশকতার আরেক মামলায় এই দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে গত ২২ নভেম্বর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। এরপর এ মামলায় রিমান্ড আবেদন করে পুলিশ।

গত ১৫ নভেম্বর সন্ধ্যার পর পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে নিপুণ রায়কে গ্রেপ্তার করা হয়। এর আগের দিন ১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশের অন্তত ২০ জন এবং বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। ওই ঘটনায় পুলিশ পৃথক তিনটি মামলা দায়ের করে।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও শক্তিশালী হবে: প্রধান বিচারপতি

জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা, এক সপ্তাহ নিষিদ্ধ আইনজীবী 

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় মুশতাক-ফাওজিয়ার স্থায়ী জামিন

ওষুধের মূল্যবৃদ্ধি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

টিপু-প্রীতি হত্যাকাণ্ড: আওয়ামী লীগ নেতা আশরাফসহ ৩৩ জনের বিচার শুরু

বিডিনিউজ সম্পাদক খালিদীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল দুদকের

পরীমনির আবেদনে পেছাল মাদক মামলার সাক্ষ্যগ্রহণ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা: পিনাকী ভট্টাচার্যকে অভিযুক্ত করে চার্জশিট, মুশফিককে অব্যাহতি

আগামী সপ্তাহ থেকে আপিল বিভাগে দুই বেঞ্চে বিচারকাজ চলবে

এই বিভাগের সব খবর

শিরোনাম :