ফের বশেমুরবিপ্রবির ভিসি হলেন খন্দকার নাসিরউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০১৯, ১০:২৪
অ- অ+

দ্বিতীয়বারের মতো গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমান উপাচার্য প্রফেসর খন্দকার নাসিরউদ্দিন।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপ্রতি ও চ্যান্সেলর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১-এর ধারা ১০ (১) অনুযায়ী বিশ^বিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর প্রফেসর খন্দকার নাসিরউদ্দিনকে আগামী ২ ফেব্রুয়ারি ২০১৯ থেকে দ্বিতীয় মেয়াদে পরবর্তী চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রফেসর খন্দকার নাসিরউদ্দিনের জন্ম গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার সাতাশিয়া গ্রামে। ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। তিনি ময়মনসিংহ কৃষি বিশ^বিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সেখান থেকেই গ্রাজুয়েট।

ঢাকা টাইমস/২৯ জানুয়ারি/প্রতিবেদক/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে মুমূর্ষু লঞ্চ যাত্রীকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান কোস্ট গার্ডের
নীরবতা ভেঙে নতুন পোস্ট দিলেন অপু বিশ্বাস
সাবেক সেনাপ্রধান হারুনের শেষ তিন ইচ্ছা পূরণ, দান করলেন দুচোখও
জামায়াত ইসলামী ভণ্ড ইসলামী পার্টি; সহি ইসলামী পার্টি না: হেফাজতের আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা