কবিরহাটে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার অভিযোগ

নোয়াখালী প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মার্চ ২০১৯, ২২:৪৬

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ফেরার পথে নোয়াখালীর কবিরহাট উপজেলার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খাদেমা আক্তার রোজি ও তার সমর্থকদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা নির্বাচন কমিশনারের কার্যালয়ের সিঁড়িতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় চেয়ারম্যান প্রার্থী খাদেমা আক্তার রোজি ও তার প্রস্তাবকারী মোছলে উদ্দিন নবী আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আহত মোছলে উদ্দিন নবী বলেন, ‘নির্বাচন অফিস থেকে দুপুরে তার প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করার পর জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দসহ তারা অফিসের সিঁড়ি দিয়ে নামছিলেন। এসময় ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এসময় তিনি ও প্রার্থী আহত হন। পরে সংবাদিকদের উপস্থিতি টের পেয়ে গালমন্দ করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খাদেমা আক্তার রোজি জানান, ‘তৃণমূলের সিদ্ধান্তে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। দুপুরে জেলা নির্বাচন কমিশনারে কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বৈধতা পায়।’

তিনি অভিযোগ করেন, ‘মনোনয়ন বৈধতার সংবাদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কামরুন নাহার শিউলির ভাড়াটে সন্ত্রাসীরা তাদের উপর হামলা ও গাল, মন্দ করে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।’

স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের বিষয়ে জানতে আ’লীগ চেয়ারম্যান প্রার্থী কামরুন নাহার শিউলির ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, ‘আমরা ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

(ঢাকাটাইমস/৬মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফরিদপুরে রিকশা চালকদের মাঝে ছাতা-পানি বিতরণ জেলা প্রশাসনের

এক জমি পরিষ্কারের আগুনে পুড়ল আরও ২৫ বিঘার ভুট্টা

জানাজায় গিয়ে আইফোন হারালেন ধর্মমন্ত্রী

উপজেলা নির্বাচন: নোয়াখালীর সুবর্ণচরে প্রতিপক্ষের কর্মীকে পিটিয়ে জখম করলেন চেয়ারম্যান

ইসলামপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন আ. লীগের সালাম

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা

পাথরঘাটায় সাংবাদিকদের নামে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

চুয়াডাঙ্গায় ৬ বছরের শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

তীব্র গরমে ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন র‌্যাব কর্মকর্তা

এই বিভাগের সব খবর

শিরোনাম :