ঝিনাইদহে নদী দখলমুক্ত করতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ এপ্রিল ২০১৯, ১৭:৫১

ঝিনাইদহের ওপর দিয়ে বয়ে যাওয়া নদ-নদী দখল, দূষণমুক্ত ও নদীর স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চত করার দাবিতে মানববন্ধন হয়েচে।

‘যুবরাই লড়বে, সবুজ প্রকৃতি গড়বে’- এ স্লোগান সামনে রেখে আজ শুক্রবার দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজনে করে পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস।

মানববন্ধনে বক্তারা বলেন, জেলার নদ-নদীগুলো দখলের কারণে তাদের অস্তিত্ব হারিয়ে ফেলছে। দখলমুক্ত করে খননের জন্য প্রশাসনের কাছে দাবি জানালেও তারা কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। অভিলম্বে নদ-নদীগুলো দখলমুক্ত করে খননের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনটির জেলা শাখার প্রধান সমন্বয়ক সাকিব মোহাম্মদ আল হাসান, আকিবুল ইসলাম, আলামিন খান সোহেল, তানভির রহমান, ইসতিয়াক আহম্মেদ প্রমুখ।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :