নিজের বাড়ি ভেবে অন্যের বাড়িতে ঘুম, জরিমানা ৪১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৩
অ- অ+

গভীর রাতে মদ খেয়ে বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়েছিলেন। সবই ঠিকঠাক ছিলো কিন্তু হঠাৎ পুলিশের ধাক্কায় ঘুম ভেঙে খেয়াল করেন এটি তার নিজের বাড়ি নয় মাতাল অবস্থায় অন্য একজনের বাড়ির বিছানায় ঘুমিয়ে পড়েছেন। এই ঘটনায় পুলিশ তাকে ৪৯৬ ডলার (৪১ হাজার টাকা) জরিমানা করে। খবর দ্য কানাডিয়ান প্রেসের।

রবিবার ঘটনাটি ঘটেছে কানাডার কুইবেকের পশ্চিমাঞ্চলে। পুলিশ জানিয়েছে, রাত দুইটার সময় একজন বৃদ্ধা তার বাড়িতে ঢুকে দেখেন তার বিছানায় একজন ব্যক্তি ঘুমিয়ে রয়েছে। এরপরই ওই নারী তাকে ঘুম থেকে না জাগিয়ে দ্রুত তিনি পুলিশ স্টেশনে যান।

পুলিশ এসে যখন তাকে ঘুম থেকে জাগান তখন তিনি মনে করেছিলেন যে তার নিজের বাড়িতে ঘুমিয়েছেন। কিন্তু একটু পরই তার ভুল ভাঙে। ওই বাড়ি থেকে ১৮ কিলোমিটার উত্তরে তার বাড়ি।

এই ঘটনায় বৃদ্ধা ওই ব্যাক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ জানাননি। কারণ বাড়ির দরজায় তালা না দিয়েই বাইরে বের হয়েছিলেন যার কারণে ওই ব্যক্তি ঘরে প্রবেশ করতে পেরেছেন। এছাড়া কোনো রকমের বিশৃঙ্খলাও করেননি তিনি। এছাড়া পুলিশ তার বিরুদ্ধে অসাদাচরণের অভিযোগও আনতে পারেননি। কারণ, তিনি জুতা দরজার বাইরে খুলেই ঘরে প্রবেশ করেছেন।

ঢাকা টাইমস/১০সেপ্টেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল হক 
লাশ নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল দুজনের
ক্ষমতাকে নিজেদের করে রাখতে নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছে একটি দল: নীরব
তিন ম্যাচ জিতে এশিয়া কাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা