লাদাখে ভারত-চীন সেনাদের হাতাহাতি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১৫| আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪৮
অ- অ+

ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। লাদাখে দু’পক্ষের জওয়ানরা পরস্পর হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন বলে খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম। প্যাংগঙ লেকের কাছে ‌এই ঘটনা ঘটেছে।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার ভোরে পূর্ব লাদাখের ১৩৪ কিলোমিটার লম্বা প্যাংগঙ লেকের উত্তর তীরে এই ঘটনা ঘটে। এই লেকের দুই-তৃতীয়াংশই চীনের নিয়ন্ত্রণে রয়েছে। লেকটি তিব্বত থেকে লাদাখ পর্যন্ত এসেছে।

সূত্র জানিয়েছে, ‘প্যাট্রলিংয়ের সময় পিপলস লিবারেশন আর্মির জওয়ানদের সঙ্গে বাগবিতণ্ডা বাঁধে ভারতীয় জওয়ানদের। ওই এলাকায় তাদের যেতে বাধা দিলে দুই সেনার জওয়ানদের মধ্যে ঝামেলা ও হাতাহাতি শুরু হয়। দু’দেশই ওই এলাকায় আরও বাহিনী পাঠায়। সন্ধ্যা পর্যন্ত এই উত্তেজনার পরিবেশ বজায় থাকে।’

ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, দ্বিপাক্ষিক চুক্তিগুলিকে সামনে রেখে ব্রিগেডিয়ার র‌্যাংকের অফিসারদের বৈঠকে দু’দেশের বাহিনীর মধ্যে উত্তেজনা প্রশমিত হয়েছে। এক কর্মকর্তা জানিয়েছেন, ‘লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ঠিক কোথা দিয়ে গিয়েছে, তা নিয়ে দ্বন্দ্বের কারণে অনেক সময় এমন ঘটনা ঘটে। সীমান্ত কর্মীদের বৈঠক ও ফ্ল্যাগ মিটিঙের মাধ্যমে সেই সমস্যার সমাধান করা হয়’।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিতীয় বৈঠকে সামিল হতে ভারত সফরে আসছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সেই সময় অরুণাচলপ্রদেশে ‘ভীম বিজয়’ মহড়া চালাবে ভারতীয় সেনাবাহিনী। ডোকলাম দ্বন্দ্বের পর ২০১৮ সালের এপ্রিলে ইউহানে মোদি-জিনপিঙের প্রথম বৈঠক হয়েছিল।

ঢাকা টাইমস/১২সেপ্টেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৮ ফিলিস্তিনি নিহত
ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
আজ পবিত্র আশুরা শোক ও ত্যাগের মহিমাময় দিন
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা