শাস্তি কমাতে আবেদন করবেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০১৯, ০৮:২২| আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ০৯:৩১
অ- অ+
সাকিব আল হাসান (ফাইল ছবি)

সাকিবকে নিয়ে যে কিছু একটা হতে চলেছে সেটি আগে থেকেই আভাস পাওয়া যাচ্ছিল। বিশেষ করে প্রস্তুতি ম্যাচে তিনি না খেলায় সেই গুঞ্জন আরো জোরাল হয়েছিল। অবশেষে বিষয়টি প্রকাশ্যে এলো। সাকিবের ক্ষেত্রে যেটি হতে চলেছে সেটি হয়তো কেউ কল্পনাও করতে পারেননি।

বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান। তাকে ১৮ মাসের নিষেধাজ্ঞা দিতে পারে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই ঘোষণা আসতে পারে আজ অথবা আগামীকাল। সেটি হলে বাংলাদেশ দলের আসন্ন ভারত সফরে যেতে পারবেন না তিনি। শুধু তাই নয়, আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপেও হয়তো তাকে দেখা যাবে না। তবে জানা গেছে, শাস্তি কমানোর জন্য আবেদন করতে প্রস্তুত সাকিব।

ঘটনাটি দুই বছর আগের। একটি আন্তর্জাতিক ম্যাচের আগে এক ক্রিকেট জুয়াড়ির কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েছিলেন সাকিব। কিন্তু সাকিব সেটি তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করে দেন। সমস্যা হচ্ছে, সাকিব বিষয়টি গোপন রেখেছিলেন। কিন্তু কোনো ক্রিকেটার যদি এ ধরনের কোনো প্রস্তাব পেলে আইসিসিকে জানাতে হয়। এই না জানানোটাই কাল হতে যাচ্ছে সাকিবের জন্য।

সাকিব বিষয়টি আইসিসিকে না জানালেও আইসিসির দুর্নীতি দমন বিভাগ (আকসু) পরে বিষয়টি জানতে পেরেছে। আন্তর্জাতিক জুয়াড়িদের কল রেকর্ড ট্র্যাকিং করে এ ব্যাপারে তারা তথ্য উদ্ধার করে। জানা গেছে, সাকিবও নিজের ভুল স্বীকার করেছেন আকসু তদন্ত কর্মকর্তাদের কাছে। আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, জুয়াড়ির প্রস্তাবকে তিনি একেবারেই গুরুত্ব দেননি।

বিসিবি সূত্র জানিয়েছে, সাকিব পরবর্তী সময়ে আকসুকে সহায়তা করায় একটু নমনীয় তারা। শাস্তি ১৮ মাস নির্ধারণ করা হলেও সাকিব আপিল করলে সেটা কমিয়ে দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে। বিসিবির সহযোগিতা চাওয়ার পাশাপাশি সাকিব আইসিসির কাছেও ক্ষমা চেয়ে শাস্তি মওকুফের আবদেন করবেন। আইসিসি দুর্নীতি দমন বিভাগের নিয়ম ও শৃঙ্খলা মেনে চললে এই শাস্তি ছয় মাসে নেমে আসতে পারে। এটাই এক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি।

(ঢাকাটাইমস/২৯ অক্টোবর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
ভানভীরের ফাইফারে শ্বাসরুদ্ধকর জয় পেল টাইগাররা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা