সার্ভার জটিলতায় বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০১৯, ১১:২১
অ- অ+

ভারতের পেট্রাপোল বন্দরে ইন্টারনেট সার্ভার কাজ না করায় বেনাপোল বন্দরের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে এ পথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

শনিবার সারাদিন এই বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। রবিবারও আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সার্ভার জটিলতা কখন সারবে এ ব্যাপারে এখনো কেউ কিছু জানায়নি।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, আগে পেট্রাপোল বন্দরে হাতে-কলমে কাগজপত্রের কাজ সম্পন্ন হতো। বর্তমানে ওই বন্দরে অটোমেশন প্রক্রিয়া চালু হওয়ায় অনলাইনে কাজ করা হচ্ছে। শনিবার সারাদিন বন্দরে ইন্টারনেট সংযোগ না থাকায় পণ্য খালাস ও আমদানি-রপ্তানির কাজ বন্ধ ছিল। রবিবারও বন্ধ রয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন খান ঢাকা টাইমসকে বলেন, এই পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

এদিকে শনিবার সারাদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় দুই দেশের বন্দরে প্রবেশের অপেক্ষায় পণ্যবোঝাই শত শত ট্রাক আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে শিল্প কারখানায় ব্যবহৃত কাঁচামাল, খাদ্যদ্রব্য ও পচনশীল পণ্যও রয়েছে। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, মাছ ইত্যাদি।

(ঢাকাটাইমস/০৩নভেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবৈধ পথে লিবিয়ায় যাওয়া ১৭৫ বাংলাদেশি দেশে ফিরলেন
ভারতে নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস বন্ধ নিয়ে যা জানাল দিল্লি
হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন, ১০ গাড়ি ভস্মীভূত
ঢাকাসহ ৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা