সার্ভার জটিলতায় বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০১৯, ১১:২১
অ- অ+

ভারতের পেট্রাপোল বন্দরে ইন্টারনেট সার্ভার কাজ না করায় বেনাপোল বন্দরের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে এ পথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

শনিবার সারাদিন এই বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। রবিবারও আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সার্ভার জটিলতা কখন সারবে এ ব্যাপারে এখনো কেউ কিছু জানায়নি।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, আগে পেট্রাপোল বন্দরে হাতে-কলমে কাগজপত্রের কাজ সম্পন্ন হতো। বর্তমানে ওই বন্দরে অটোমেশন প্রক্রিয়া চালু হওয়ায় অনলাইনে কাজ করা হচ্ছে। শনিবার সারাদিন বন্দরে ইন্টারনেট সংযোগ না থাকায় পণ্য খালাস ও আমদানি-রপ্তানির কাজ বন্ধ ছিল। রবিবারও বন্ধ রয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন খান ঢাকা টাইমসকে বলেন, এই পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

এদিকে শনিবার সারাদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় দুই দেশের বন্দরে প্রবেশের অপেক্ষায় পণ্যবোঝাই শত শত ট্রাক আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে শিল্প কারখানায় ব্যবহৃত কাঁচামাল, খাদ্যদ্রব্য ও পচনশীল পণ্যও রয়েছে। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, মাছ ইত্যাদি।

(ঢাকাটাইমস/০৩নভেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রপতির ক্ষমা কমাতে একমত বিএনপি-জামায়াত-এনসিপিসহ সব দল
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
চুয়াডাঙ্গা ও কক্সবাজারে সড়কে ঝরল পাঁচ প্রাণ
অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল তালেবান সরকার, দূত গ্রহণ করেছে রাশিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা