শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ আটক

নিজস্ব প্রতিবেদক, সাভার
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৯, ২৩:১৫
অ- অ+

সাভারের আশুলিয়ায় একটি মহিলা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোসলে উদ্দিনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে আটক করা হয় আশুলিয়ার ঘোষবাগ এলাকার খাজিমুন্নেছা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মোসলে উদ্দিনকে।

ধর্ষিতার পরিবারের বরাত দিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরলি হাসান জানান, গত শুক্রবার বিকেলে খাজিমুন্নেছা মহিলা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থীকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নেন অধ্যক্ষ মোসলে উদ্দিন। পরে নিজ কক্ষে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে পালিয়ে যান তিনি। এঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী পরিবারকে বিষয়টি জানালে তারা থানায় অভিযোগ করেন। এরপর আজ পলাতক ওই মাদ্রাসার অধ্যক্ষ এলাকায় গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দুপুরে অভিযুক্তকে আটক করে থানা হেফাজতে রাখে।

ঢাকাটাইমস/০৫নভেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গাবালীতে নিম্নচাপের প্রভাবে প্লাবিত নিম্নাঞ্চল, তলিয়ে গেছে মাছের ঘের
নিখোঁজের ৭ দিন পর কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকিরের পরিবারের পাশে খালেদা জিয়া ও তারেক রহমান
চট্টগ্রাম বন্দর নিয়ে প্রোপাগান্ডা যেন না হয়: উপদেষ্টা সাখাওয়াত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা