সৃজিতের সমর্থন পেলেন মিথিলা

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৯, ১৫:৫৬| আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২০:৩৮
অ- অ+

বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলার সঙ্গে কলকাতার পরিচালক সৃজিত মুখার্জীর সম্পর্কের গুঞ্জন চলেছে কয়েক মাস ধরে। তাদের বিয়ের গুঞ্জনও ছড়িয়েছে। কিন্তু এরই মাঝে নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে তোলা মিথিলার ঘনিষ্ঠ দুটি ছবি ফেসবুকে ফাঁস হওয়ায় আপাতত সেই গুঞ্জনে ভাটা পড়েছে। ইতোমধ্যে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছেন নায়িকা।

মিথিলার এই সমস্যার সময়ে বন্ধুর মতো তাকে সমর্থন দিয়েছেন পরিচালক সৃজিত মুখার্জী। ছবি ফাঁস বিষয়ে এক সংবাদমাধ্যমকে সম্প্রতি তিনি বলেন, ‘ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা অপরাধ। এটা যে-ই করে থাকুক, তার কঠিন শাস্তি হওয়া উচিত। মিথিলা যেভাবে ব্যাপারটি সামলেছে, তা সত্যিই প্রশংসনীয়। ফেসবুকে সে যে পোস্টটি দিয়েছে তাও একদম ঠিক। ওর জন্য গর্ববোধ হয়।’

সমর্থন করে শুধু প্রশংসাই করেননি, মিথিলার দেয়া স্ট্যাটাসটি সৃজিত নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ারও করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘তোমায় কুর্ণিশ বাঘিনী। প্রতিদিন তুমি আমাকে গর্বিত করছো।’

ছবি ফাঁসের বিষয়টি মিথিলা যেভাবে সামাল দিয়েছেন, তার প্রশংসা করেছেন অনেক ইন্টারনেট ব্যবহারকারীও। এছাড়া সৃজিত যেভাবে বিপদের বন্ধুর মতো মিথিলার সমর্থনে পাশে দাঁড়িয়েছেন, সেটারও প্রশংসা করেছেন নেটিজেনদের অনেকে।

ঢাকাটাইমস/৮নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা