মোস্তাফিজকে দেখে খেলতে হবে: কোহলি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৯, ২১:৫৩
অ- অ+

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকার পরও আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে সফরকারী বাংলাদেশকে সমীহ করছে স্বাগতিক ভারত। ইন্দোরে আগামীকাল থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

ওই টেস্টের আগে সিরিজ নিয়ে কথা বলতে গিয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, ‘এটি খুবই সহজ যে, খেলাটির প্রতি আমাদের সম্মান আছে। একইভাবে আমরা যে দলের বিপক্ষেই খেলি না কেন তাদের প্রতি প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান রয়েছে। এটি কখনও পরিবর্তন হবে না।’

টেস্ট ফরম্যাটে বাংলাদেশের চেয়ে বহুগুণে এগিয়ে ভারত। শুধু পরিসংখ্যানই নয়, সাম্প্রতিক ফর্মের বিচারে অনেক এগিয়ে ভারত। তারপরও প্রতিপক্ষ সহজ নিশ্চিতভাবে জেনেও হালকাভাবে নিতে চান না ভারতীয় অধিনায়ক কোহলি। তিনি এটিও জানেন, বাংলাদেশ তার দলের উপর চাপ সৃষ্টি করবে এবং ভারতের জন্য হুমকির হবে।

কোহলি বলেন, ‘তারা প্রায় একই কন্ডিশনে খেলতে অভ্যস্ত। সুতরাং তাদের ম্যাচ পরিকল্পনা কি হতে পারে আমরা অবশ্যই সেটা জানি এবং কি করতে হবে সেটাও জানি। ফল পেতে আমাদের দলগতভাবে খেলতে হবে, যেমনটা আমরা অতীতে করেছি।’

তিনি আরো বলেন, ‘আমরা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। নিজেদের দিনে তারা খুবই চৌকস দল হয়ে উঠে এবং তাদের ভালো ক্রিকেট খেলার সামর্থ্য রয়েছে। তাদের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। তবে তার চেয়েও বড় কথা আমাদের উপর বেশি বিশ্বাস রাখতে হবে।’

২০১৫ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মোস্তাফিজকে সামলাতে পারেননি ভারতের ব্যাটসম্যানরা। হোকার স্টেডিয়ামেও মোস্তাফিজ কিন্তু ভারতের ভয়ের কারণ হয়ে উঠতেই পারেন। মোস্তাফিজকে নিয়ে কোহলি বলেছেন, ‘মোস্তাফিজকে দেখে খেলতে হবে। আমরা বাঁ-হাতি পেসারকে খুব বেশি খেলিনি। কারণ আমাদের দলেও বাঁ-হাতি পেসার নেই। মোস্তাফিজকে সামলানো আমাদের কাছে চ্যালেঞ্জের।’

(ঢাকাটাইমস/১৩ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন 
ইতিহাস গড়ে মিয়ামিকে জেতালেন মেসি
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে শেখ হাসিনা-কামালের বিচার শুরুর আদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা