সরকারবিদ্বেষী লিফলেটসহ হিজবুত তাহরীর পাঁচ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০১৯, ১৫:৩৬| আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৯:১৩
অ- অ+

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সক্রিয় পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাদের কাছ থেকে বেশ কিছু সরকারবিদ্বেষী লিফলেটও উদ্ধার হয়েছে।

রবিবার ভোরে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা টাইমসকে জানিয়েছেন র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু জাফর।

গ্রেপ্তাররা হলেন- কাজী ইবাদুর রহমান তানভীর, নাসিদ কামাল সজিব, জামিউর রহমান খান আকাশ, ইয়ামিন হোসাইন ও জসিম উদ্দিন সাইদ।

র‌্যাব কর্মকর্তা আবু জাফর বলেন, ‘বেশ কিছুদিন ধরে হিজবুত তাহরীরের সদস্যরা উত্তরা এলাকায় মিটিং করছিল। তারা মূলত সদস্য বাড়ানোর জন্য একত্রিত হয়ে মিটিংয়ে বসত। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বেশকিছু লিফলেট পাওয়া গেছে। এসব লিফলেট বিতরণ করে তারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছিলো।’

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/এসএস/জেবি/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগরতলায় মাছ রপ্তানি বন্ধ রাখলেন বাংলাদেশের ব্যাবসায়ীরা 
সিরাজগঞ্জে কৃষককে হত্যা করে গরু নিয়ে গেছে ডাকাতদল
প্রধানের আধিপত্যবাদবিরোধী আন্দোলন সফল হয়েছে: তাসমিয়া প্রধান
ইসরায়েল একটি ‘অসভ্য রাষ্ট্র’: শীর্ষ বিরোধীদলীয় নেতার বক্তব্যে তোলপাড়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা