লোকমানের বিরুদ্ধে মদের মামলায় চার্জশিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৩| আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৮:০৬
অ- অ+

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে চার বোতল বিদেশি মদ পাওয়ার মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

বুধবার ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমান চার্জশিট গ্রহণ করে বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দিয়েছেন।

এর আগে মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা বিপি পুলিশের পরিদর্শক (নি.) মো. আব্দুল মতিন এ চার্জশিট দাখিল করেন।

চলতি বছর গত ২১ সেপ্টেম্বর র‌্যাবের অভিযানে মতিঝিলের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে দুটো রুলেট টেবিল, নয়টি বোর্ড, বিপুল পরিমাণ কার্ড, ১১টি ওয়্যারলেস সেট ও ১০টি বিভিন্ন ধরনের চাকু জব্দ হয়। এরপর গত ২৬ সেপ্টেম্বর লোকমান হোসেন ভূঁইয়াকে তার মণিপুরীপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-২। ওই সময় তার বাসা থেকে ৪ বোতল বিদেশি মদ জব্দ হয়।

ক্লাবটিতে ক্যাসিনোর সন্ধান পাওয়ার পরই তাকে আটক করা হয়। আটকের পর মাদক মামলায় গত ২৭, ৩০ সেপ্টেম্বর এবং ৩ অক্টোবর ২ দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওই রিমান্ড শেষে গত ৬ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর গত ২৭ অক্টোবর দুদক সহকারী পরিচালক সাইফুল ইসলাম ৪ কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৬৪৮ টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগে একটি মামলা করেন। ওই মামলায় গত ৩ নভেম্বর লোকমান হোসেনের সাত দিনের রিমান্ড মঞ্জুর আদালত।

অবৈধ সম্পদের মামলায় অভিযোগ, আসামি ৬৪ লাখ ২০ হাজার টাকার স্থাবর সম্পত্তির হিসাব আয়কর নথিতে দেখালেও অনুসন্ধানে তার ‘সুনির্দিষ্ট কোনো বৈধ আয়ের উৎস’ পাওয়া যায়নি। তিনি আয়কর নথিতে ৭৩ লাখ ৭০ হাজার ৬৬৪ টাকার অস্থাবর সম্পদ ছাড়াও নিজ নামে ও তার স্ত্রী-সন্তানদের সঙ্গে যৌথভাবে আরও ২ কোটি ৯৬ লাখ ২৮ হাজার ৯৮৪ টাকার অস্থাবর সম্পদ অর্জন করেছেন।

ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রেখে সংশোধিত খসড়া উঠছে উপদেষ্টা পরিষদে
ঘুষ কম দেওয়ায় সেবাগ্রহিতার মাথা ফাটালেন অফিস সহকারী
এস আলম গ্রুপের অপকর্মের সহযোগী সাবেক জামায়াত নেতা ফখরুলের বিএনপির মনোনয়ন বাসনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার বিরুদ্ধে ধর্ষণ হুমকির মামলা!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা