অনুর বদলে বিচারক হিমেশ

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৪
অ- অ+

যৌন হেনস্থা ও ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে গান বিষয়ক রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর বিচারকের আসন থেকে দ্বিতীয় বারের মতো সরে পড়তে হয়েছে বলিউডের নামকরা সংগীত পরিচালক অনু মালিককে। গোড়া থেকেই তিনি এই শোয়ের সঙ্গে যুক্ত ছিলেন। বিচারক হিসেবে আরও আছেন গায়ক ও সংগীত পরিচালন বিশাল দাদলানি এবং গায়িকা নেহা কক্কর।

অনুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পর থেকেই তাকে শো থেকে বের করার দাবি তোলা হয়। তার বিরুদ্ধে প্রথম অভিযোগটি তোলেন গায়িকা সোনা মহাপাত্র। একবার নয়, একাধিক বার সোশ্যাল মিডিয়ায় তিনি অনুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এরপর গায়িকা নেহা ভাসিনও অভিযোগ তোলেন অনুর বিরুদ্ধে। শেষে চাপে পড়ে তাকে বিচারকের আসন থেকে সরাতে বাধ্য হয় শোয়ের নির্মাতারা।

অনু মালিক বাদ পড়ায় তার খালি আসনটিতে কে বসবে সেটাই এখন প্রশ্ন। ভারতের একাধিক মিডিয়া সূত্রে খবর, অনুর চেয়ারে বসে এবার বিচারকের দায়িত্ব সামলাতে চলেছেন আরেক নামকরা সংগীত পরিচালক ও গায়ক হিমেশ রেশমিয়া। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। এর আগে বিভিন্ন চ্যানেলের সংগীত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব সামলেছেন হিমেশ।

ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনার সুধা সদনের ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেপ্তার
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে রাঙ্গুনিয়া যুবকের মৃত্যু
পিএসএলে জোড়া সেঞ্চুরির রেকর্ড
পুশ ইনের ঘটনায় মৌলভীবাজার সীমান্তে বাড়তি নজরদারি, চেকপোস্ট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা