ইসরায়েলি হামলার সমুচিত জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৯, ১৫:০০| আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১৫:৫২
অ- অ+

ইসরাইল যেকোনো ধরনের সামরিক হামলা করলে তার সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

গতকাল সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, ‘যদি তেল আবিব তেহরানের ওপর কোনও রকমের আগ্রাসন চালানোর মতো ভুল করে তাহলে ইরানের পক্ষ থেকে এমন জবাব দেওয়া হবে যাতে দখলদার শক্তি তার কাজের জন্য অনুশোচনা করতে বাধ্য হয়।’

নাফতালি আরোও বলেন, ‘আমরা ইরানকে বলতে চাই, সিরিয়া হবে আপনাদের জন্য ভিয়েতনাম।’

গত রবিবার ইসরাইলের যুদ্ধমন্ত্রী নাফতালি বেনেত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দেন। এক বক্তব্যে তিনি বলেন, ইসরাইলের চারপাশে ইরান সামরিক স্থাপনা তৈরির চেষ্টা করছে। তেহরান এরই মধ্যে লেবাননে ঘাঁটি করেছে এবং সিরিয়া ও গাজাসহ আরও কয়েকটি এলাকায় ঘাঁটি গড়ার চেষ্টা করছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি আরো বলেন, ‘ইরান তার সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষা করার জন্য ইসরায়েলের হামলার জবাব দিতে একটুও দ্বিধা করবে না এবং এক মুহূর্তের জন্য আপস করবে না। বরং এ ধরনের বোকামিপূর্ণ আগ্রাসনের কঠোর ও দাঁতভাঙা জবাব দেবে তেহরান।’

এর আগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল তেহরানের ওপর সামরিক অভিযানের হুমকি দেন। তিনি বলেছেন, রেডলাইন অতিক্রম করলে আমেরিকা, সৌদি আরব ও সংযুক্ত আরবের সহায়তা নিয়ে ইরানের ওপর শত শত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মারা হবে।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিয়ের জন্য চাপ দেওয়ায় নিজের গোপনাঙ্গ কেটে ফেললেন যুবক!
মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল হক 
লাশ নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল দুজনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা