সু চির সুচিবায়ূ

গাজী আবদুল্লাহেল বাকী
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৫| আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৬
অ- অ+

ধরলো সু চির সুচিবায়ূ

যেমনি ধরে ভূতে,

মনের মাঝে ধরলে এ রোগ

চায় না কিছুই ছুঁতে।

রোহিঙ্গাদের নিয়ে সু চির

এই যে রোগের শুরু,

দেশ ছাড়া যে করছে তাদের

কুঁচকে চলেই ভ্রু।

সুচিবায়ূর হয় না যে শেষ

থাকে সু চিই কালা,

রোগ যে তার বাড়ায় শুধু

রোহিঙ্গাদের জ্বালা।

বিশ্বজুড়ে ঢালছে এতোই

নিরাময়ের ইলাজ,

তবু সু চির হুঁশ ফেরে না

হারিয়ে গেছে লাজ।

নোবেল নিজে কেঁদে আকুল

কোন সে মোহের ছলে,

’করবে এ কাজ জানলে সু চি

যেতাম না তার গলে’।

মানবতা পায়ে দলে

কুঁড়ায় সু চি নিন্দা,

শেখ হাসিনা মানবতার

করলো সেথায় জিন্দা।

বাংলাদেশের নেত্রী-হৃদে

উদ্ভাসিত এক দিঠি,

বিশ্বে খেতাব পেলেন তিনি

‘মাদার অব হিউম্যানিটি’।

রোহিঙ্গাদের নিয়ে সু চির

হয় যে কবে বায়ু দূর,

আসতে সে দিন বড়ই কঠিন

ফুটতে হৃদে প্রেমের সুর!

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা