টয়ার বিরুদ্ধে অভিযোগ

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৮
অ- অ+

শুটিংয়ের সিডিউল ফাঁসানোর অভিযোগ উঠেছে নাট্য ও চলচ্চিত্র অভিনেত্রী মুমতাহিনা টয়ার বিরুদ্ধে। অভিযোগটি করেছেন নাট্য পরিচালক সহিদ উন নবী। তার পরিচালনায় বিজয় দিবসের নাটক ‘স্বাধীন রোড’-এর জন্য সিডিউল দিয়েছিলেন টয়া।

নবীর অভিযোগ, হঠাৎ করেই শুটিংয়ের দিন সকালবেলা একটি অভিযোগ তুলে মোবাইল বন্ধ করে ফেলেন টয়া। এতে নাকি পরিচালক বেশ ঝামেলায় পড়ে যান।

নবী জানান, ‘আমি অনেক আগেই নাটকটির গল্পটি শুনিয়ে এবং গল্প সংক্ষেপটি টয়াকে পাঠিয়ে সিডিউল নেই। গল্প সংক্ষেপের সঙ্গে মিল রেখে স্ক্রিপ্টও করা হয়। শুটিংয়ের দিন সকাল বেলা তিনি একটি অভিযোগ তুলে কাজটি করবেন না বলে জানান। সবকিছু মিলিয়ে আমি বেশ ঝামেলায় পড়ে যাই।’

এমন ঘটনায় নাট্যাঙ্গনের অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। আর টয়ার বিরুদ্ধে শুটিংয়ের সিডিউল ফাঁসানোর ঘটনা এটাই প্রথম নয় বলে জানান পরিচালক সহিদ উন নবী। এর আগেও তিনি এমনটা করেছেন বলে তিনি অভিযোগ করেন।

‘স্বাধীন রোড’ নাটক থেকে টয়া সরে পড়ায় পরে কাজটি শায়লা শাবিকে দিয়ে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে জানান পরিচালক। এই নাটকে আরও রয়েছেন ফারহান, তানিয়া বৃষ্টি, জাকি, তালহা, বাসার, অপুসহ অনেকে।

ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ববির নবনিযুক্ত উপাচার্যের যোগদান
ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ-উত্তোলন-বিক্রয় নিষিদ্ধ 
গত ৮ মাসে পাচার হয়েছে ৯০ হাজার কোটি টাকা: মির্জা আব্বাস
গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: তথ্য উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা