রাজধানীতে চালু হলো পাঁচ তারকা হোটেল রেনেসাঁ

রাজধানীতে পাঁচ তারকা মানের হোটেল রেনেসাঁ চালু হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক হোটেল ব্রান্ড ম্যারিয়ট ইন্টারন্যাশনালের রেনেসাঁ বাংলাদেশে যাত্রা করল। এর নাম দেওয়া হয়েছে ‘রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল’। ঢাকার গুলশানে ১৯তলা এ হোটেলে রয়েছে ২১১টি কক্ষ। আর বিভিন্ন অনুষ্ঠানের জন্য রয়েছে একাধিক ছোট বড় সম্মেলন কক্ষ।
বুধবার রেনেসাঁ ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে হোটেলটির উদ্বোধন করেন প্রিমিয়ার হোটেল ম্যানেজমেন্ট ও প্রিমিয়ার গ্রুপের চেয়ারম্যান এইচ বি এম ইকবাল। বক্তব্য দেন প্রিমিয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মইন ইকবাল, ম্যারিয়ট ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট নীরজ গোভিল, রেনেসাঁ ঢাকার মহাব্যবস্থাপক জেরোমি লিয়েটার্ন প্রমুখ।
ম্যারিয়ট ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নীরজ গোভিল বলেন, “দক্ষিণ এশিয়ায় ম্যারিয়ট ইন্টারন্যাশনালের পোর্টফোলিওতে নবতম সংযোজন, রেনেসাঁ ঢাকা গুলশানে ব্যবসার কাজে এবং অবসর সময় কাটাতে আসা উভয় ধরনের আগতদের স্বাগত জানাতে আমরা অপেক্ষা করছি।
তিনি আরও বলেন, যারা সর্বদা নতুন কিছু আবিষ্কারের জন্য উদগ্রীব হয়ে থাকেন, প্রত্যেকবার তারা যখন শহরে আসবেন, তখন তাদের অনুপ্রেরণা জোগাতে রেনেসাঁ গুলশান হোটেলটির বদ্ধপরিকর। বাংলাদেশে দ্রুত উদীয়মান সাংস্কৃতিক অথবা ব্যবসার কেন্দ্র হিসেবে পরিচিত লাভ করা ঢাকায় এই নয়া উদ্বোধনের মাধ্যমে স্থানীয় বা স্বদেশী দৃষ্টিভঙ্গির মাধ্যমে প্রাণচঞ্চলশহর এবং এটির প্রকৃত স্বাদ অনুভব করতে অতিথিদের দারুণ সুযোগ প্রদান করা হচ্ছে”।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এইচ বি এম ইকবাল বলেন, ‘হোটেলটি নির্মাণে ৮-৯ বছর সময় লেগেছে। হোটেলটি আয়তন সব মিলিয়ে ১ লাখ ৯০ হাজার বর্গফুট। এখানের যেসব কর্মী কাজ করছেন তাদের বড় অংশই দেশের। জ্যেষ্ঠ পদে কিছু বিদেশি অভিজ্ঞ লোকবল নেওয়া হয়েছে।’
সারা বিশ্বে ম্যারিয়ট ইন্টারন্যাশনালের ৩০ ব্রান্ড রয়েছে। এর অধীনে ৩০টি দেশে রয়েছে ১৬০টি হোটেল। বাংলাদেশে এর মাধ্যমে ম্যারিয়ট ইন্টারন্যাশনালে চতুর্থ হোটেল যাত্রা শুরু করল। আগ থেকে লে মেরিডিয়ান, দি ওয়েস্টিন ঢাকা, ফোর পয়েন্টস বাই শেরাটন চালু রয়েছে। ঢাকায় ম্যারিয়ট ইন্টারন্যাশনালের আরও কয়েকটি হোটেলের নির্মাণকাজ চলছে।
রেনেসাঁ ঢাকা গুলশানের জেনারেল ম্যানেজার জেরোমি লিয়েনার্ট বলেন, ঢাকায় আতিথেয়তার ক্ষেত্রে একটি আধুনিক এবং নতুন মুখ হয়ে উঠতে চলেছে রেনেসাঁ ঢাকা গুলশান। এটি শহরে একটি নতুন নজির সৃষ্টি করবে। তিনি আরও বলেন, ‘আমাদের আকর্ষণীয়, নতুন নৈশভোজের সুবিধা, অবসর সময় কাটানোর নানা সুবিধা এবং অনসাইট নেভিগেটর শহরে অতিথিদের নতুন অভিজ্ঞতা প্রদান করবে। আমরা আত্মবিশ্বাসী যে এই হোটেল পর্যটক এবং স্থানীয় বাসিন্দা, উভয়ের কাছেই আকর্ষণীয় হয়ে উঠবে।’
(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/জেআর/ইএস)

মন্তব্য করুন