সান্তাক্লজ কোহলি!

বিরাট কোহলি ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। ক্রিকেট মাঠে বড় রান করলেই কী আর তাঁর দায়িত্ব শেষ হয়! মাঠের বাইরেও অধিনায়ক হয়ে ওঠা তাঁর কর্তব্য। দুঃস্থ বাচ্চাদের মুখে হাসি ফোঁটাতে এবার ভারত কাপ্তান একদিনের জন্য হয়ে উঠলেন সান্তাক্লজ। বাচ্চারা প্রথমে তাঁকে চিনতেই পারল না। চিনে ফেলার পর কোহলিকে আনন্দে জড়িয়ে ধরল তারা। আর ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি ফুঁটিয়ে বিরাট কোহলির আনন্দের শেষ নেই।
বড়দিনের আগে সিক্রেট সান্তা রূপে এলেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের মাঝেই বাচ্চাদের জন্য সময় বের করে নিলেন ভারতীয় অধিনায়ক। কলকাতায় দুঃস্থ বাচ্চাদের হাতে তুলে দিলেন উপহার। সাদা চুল, দাড়ি ও লাল পোশাকের বিরাট কোহলিকে দেখে প্রথমে কেউ চিনতেই পারল না। তার পর দেখতে দেখতে সান্তাক্লজের পোশাক ছেড়ে বেরিয়ে এলেন বিরাট কোহলি। বাচ্চারা তখন ছুটে এসে তাঁকে জড়িয়ে ধরল। বাচ্চাদের মাঝে কোহলিও যেন বাচ্চা হয়ে উঠলেন। হাসি-মজা করে কাটল সময়। উপহার পেয়ে বাচ্চারা বেজায় খুশি। আর উপহার দিতে পের বিরাটও আনন্দিত।
(ঢাকাটাইমস/২১ ডিসেম্বর/এআইএ)

মন্তব্য করুন