আলফাডাঙ্গায় জাটীগ্রাম শাহ্ আরজানিয়া ইসলামি গ্রন্থাগার উদ্বোধন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৪
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী জাটীগ্রাম শাহ্ আরজানিয়া আস্তানা জামে মসজিদ ও মাদ্রাসায় ইসলামি গ্রন্থাগারের যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার দুপুরে জাটিগ্রাম আস্তানা ঈদগাহ ময়দানে এক অনুষ্ঠানের মাধ্যমে এ গ্রন্থাগারের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

ইসলামের বিভিন্ন বিষয়ের উপর গবেষণাসহ সর্বস্তরের জনগণের মধ্যে ইসলামী জ্ঞান বিকাশের সুযোগ-সুবিধা সৃষ্টির লক্ষ্যে ও মসজিদ-মাদ্রাসার সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবী মরহুম মুন্নু মিয়ার স্মৃতি রক্ষার্থে এ গ্রন্থাগার করা হয়েছে।

অনুষ্ঠানে জাটিগ্রাম শাহ্ আরজানিয়া আস্তানা জামে মসজিদের সভাপতি মো. দাউদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-জাটিগ্রাম শাহ্ আরজানিয়া আস্তানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এনামুল হক, জাটিগ্রাম দক্ষিণ পাড়া বাইতুন নূর জামে মসজিদের ইমাম মুহাম্মাদ শফিউল্লাহ্ ও জাটিগ্রাম শাহ্ আরজানিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মারুফ বিল্লাহ্। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জাটিগ্রাম শাহ্ আরজানিয়া ইসলামি গ্রন্থাগারের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল মিয়া।

এছাড়াও অনুষ্ঠানে জাটিগ্রাম আস্তানা জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. মানিক হাজী, গ্রন্থাগারের সভাপতি মোছলেম উদ্দিন (প্রিন্সিপাল), সহ-সভাপতি মো. মাহমুদ মিয়া, হান্নান মোল্যা, সাধারণ সম্পাদক রবিউল মিয়া, মিয়া মো. সানোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটকের ৩৯তম মঞ্চায়ন শিল্পকলায়
মির্জা আব্বাসের ১৮ বাড়ির মামলার যুক্তিতর্ক ৩১ আগস্ট
‘বিজিবির মৎস্য সপ্তাহ-২০২৫’ কর্মসূচির উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক
ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা