কুমিল্লাকে ১৯১ রানের লক্ষ্য দিলো রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৭:০৫ | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৫:১২

বঙ্গবন্ধু বিপিএলে শনিবার দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯০ রান সংগ্রহ করেছে রাজশাহী রয়্যালস। সুতরাং, জিততে হলে কুমিল্লাকে করতে হবে ১৯১ রান।

দলের পক্ষে ১৯ বলে ২৪ করেছেন লিটন দাস। ৩০ বলে ৪৩ করেন আফিফ হোসেন। ৩৮ বলে ৬১ করেন শোয়েব মালিক। ২১ বলে ৩৭ করে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। কুমিল্লার বোলারদের মধ্যে মুজিব উর রহমান ১টি, সানজামুল ইসলাম ১টি ও সৌম্য সরকার ১টি করে উইকেট নেন।

রাজশাহী ব্যাটিংয়ে নেমে দর্দান্ত সূচনা করে। পাওয়ারপ্লে তথা প্রথম ৬ ওভারে বিনা উইকেটে ৫৬ রান তোলে তারা। সপ্তম ওভারে ভাঙে ওপেনিং জুটি। ফিরে যান লিটন দাস। সানজামুলের বলে রনির হাতে ক্যাচ হন তিনি। দলীয় ৮০ রানে সৌম্যর বলে বোল্ড হন অপর ওপেনার আফিফ।

এরপর মালিক-বোপারা জুটিতে এগোতে থাকে রাজশাহী। দলীয় ১০৬ রানে মুজিব ‍উর রহমানের বলে বোল্ড হন বোপারা। পরে বোপারা ও রাসেল ৮৪ রানের জুটি গড়ে দলের স্কোর বড় করেন।

গত ২৪ ডিসেম্বর চট্টগ্রামে রাজশাহীর কাছে ৭ উইকেটে হেরেছিল কুমিল্লা। ওই ম্যাচে কুমিল্লার ডেভিড মালান সেঞ্চুরি করেছিলেন। কুমিল্লার অধিনায়ক দাসুন শানাকা তার দেশ শ্রীলঙ্কায় ফিরে গেছেন। এই কারণে মালানকে অধিনায়ক করেছে কুমিল্লা।

কুমিল্লার এটি সপ্তম ম্যাচ। আগের ৬ ম্যাচের মধ্যে তারা ২টিতে জয় পায় ও চারটিতে হারে। ৪ পয়েন্ট নিয়ে কুমিল্লা এখন পয়েন্ট টেবিলে পঞ্চম অবস্থানে রয়েছে। অন্যদিকে, রাজশাহীর এটি ষষ্ঠ ম্যাচ। আগের ৫ ম্যাচের মধ্যে তারা ৪টিতে জয় পায়। ৮ পয়েন্ট নিয়ে রাহশাহী এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে।

সংক্ষিপ্ত স্কোর

রাজশাহী রয়্যালস ইনিংস: ১৯০/৪ (২০ ওভার)

(লিটন ২৪, আফিফ ৪৩, শোয়েব ৬১, বোপারা ১০, রাসেল ৩৭*; আবু হায়দার ০/৩১, মুজিব উর রহমান ১/২৫, আল-আমিন হোসেন ০/৪৯, ডেভিড ওয়াইজ ০/৩০, সানজামুল ইসলাম ১/২০, রবি ০/১৪, সৌম্য ১/১৮)।

(ঢাকাটাইমস/২৮ ডিসেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ভেজা চোখে চেলসি ছাড়ার ঘোষণা দিলেন থিয়াগো সিলভা

নারী আম্পায়ার বিতর্ক: মুখ খুললেন মুশফিক, রিয়াদ ও সেই নারী আম্পায়ার

ভারতকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি চূড়ান্ত, তিন ভেন্যুতে হবে ম্যাচ

সিরি আতে ইতিহাস: এই প্রথম এক ম্যাচের ৩ রেফারিই নারী

মোনাকোর হারে ফরাসি লিগ ওয়ানের শিরোপা জিতল পিএসজি

১৯৯৯ বিশ্বকাপের মতো জার্সিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে নিউজিল্যান্ড

যে কারণে পার্পল ক্যাপ পাচ্ছেন না মুস্তাফিজ

জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজ-সাকিবের দলে না থাকা নিয়ে যা বললেন নির্বাচক

সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের

চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

এই বিভাগের সব খবর

শিরোনাম :